NEWSZNOW বাংলা

... ...

বাংলা ENGLISH

কলকাতা বিভাগে ফিরে যান

ময়নাতদন্তে বাধ্যতামূলক ‘বডি চালান’, নির্দেশ লালবাজারের

নভেম্বর 25, 2024 < 1 min read

আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় ‘বডি চালান’ ছাড়াই কীভাবে দেহ ময়নাতদন্তে গেল, তা নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। তা নিয়ে রীতিমতো বিপাকে পড়তে হয় রাজ্যকে। আইনজীবী মহলেও নানা প্রশ্ন উঠতে শুরু করে। তাই ভবিষ্যতে এই ধরনের বিতর্ক দূরে রাখতে ‘বডি চালান’ বাধ্যতামূলক করল লালবাজার। এই নির্দেশিকা সমস্ত থানাকে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে খবর।আর জি কর মামলায় ৯ সেপ্টেম্বরের শুনানিতে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল, দেহ ময়নাতদন্তের পাঠানোর চালান কোথায়?

ওই চালান থেকে জানা যায়, লাশকাটা ঘরে আসা দেহের কোথায় কোথায় আঘাত রয়েছে, দেহ কোথায় পাওয়া গিয়েছে, বডি কতদূর থেকে ময়নাতদন্তের জন্য আনা হল, কোন চিকিৎসক ‘ইনকোয়েস্ট’ করেছেন ইত্যাদি তথ্য। সর্বোচ্চ আদালতে রাজ্য জানায়, এই ধরনের কোনও চালান কলকাতা পুলিসের নেই। ফর্ম ৫৩৭১ ব্যবহার করা হয় না ১৯৯৭ সাল থেকেই। নিয়ম অনুযায়ী শুধু রাজ্য পুলিশ না, রেল দুর্ঘটনায় কার মৃত্যু হলে মৃতের ময়নাতদন্তের জন্য চালান বাধ্যতামূলক। ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল এই নিয়ম।

পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যে এখনও এই নিয়ম চালু রয়েছে।উল্লেখ্য, এই চালানে নথিভুক্ত থাকে মৃতদেহ কী অবস্থায়? কোথায় পাওয়া গেছে? মৃতের শরীরে কোনোও দাগ আছে কী না? মৃতের সঙ্গে কী কী ছিল? চালানের দুটি কপি করতে হয় তদন্তকারী পুলিশকর্মীকে। একটি হাসপাতালে, অপরটি মৃতের পরিবারকে দেওয়া হয়। এটাই দীর্ঘদিনের নিয়ম। এবার পুরানো নিয়ম নতুন করে চালু করার নির্দেশ দেওয়া হল লালবাজারের তরফে।

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

অগ্নিকাণ্ডের ঘটনা ঠেকাতে ফায়ার অডিট আবশ্যিক করা হচ্ছে

FacebookWhatsAppEmailShare

৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার থিম কান্ট্রি জার্মানি

FacebookWhatsAppEmailShare

আদি গঙ্গায় চলবে নৌকা

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...