কলকাতা বিভাগে ফিরে যান

পুজোয় কড়া নির্দেশিকার পথে পুলিশ প্রশাসন

অক্টোবর 17, 2023 | < 1 min read

প্রতিবারের মতন এবারও পুজোয় নিরাপত্তার জন্য মোতায়েন থাকছে প্রচুর সংখ্যক পুলিশ। তবে পুলিশ যাতে ভালোভাবে ডিউটি পালন করতে পারে সেকথা মাথায় রেখে বেশকিছু নির্দেশিকা জারি করেছে লালবাজার।

  • খুব প্রয়োজন ছাড়া মোবাইল ব্যবহার করতে পারবেন না কর্তব্যরত পুলিশ কর্মীরা
  • পিঠে ব্যাগ নিয়ে ডিউটি করা যাবে না
  • ছোট পুজোগুলিতে প্রয়োজনে পুলিশ মোতায়েন করতে পারেন ডিসি।
  • সকাল থেকে বিকেল পর্যন্ত মণ্ডপগুলিতে ভিড় কম হওয়ায় ওই সময় কম সংখ্যক মোতায়েন থাকবে।
  • দ্বিতীয় দফায় পুলিশ ডিউটি করবে দুপুর তিনটে থেকে রাত ১২টা পর্যন্ত।
  • রাত ১২টার পর থেকে সকাল পর্যন্ত তৃতীয় দফায় মোতায়েন করা হবে পুলিশ।

লালবাজার সূত্রে খবর, প্রায় ১৪ হাজার পুলিশকর্মীকে এবারের পুজোর ডিউটিতে মোতায়ন করা হবে। পাশাপাশি থাকবে হোমগার্ড, সিভিক ভলান্টিয়ার এবং স্বেচ্ছাসেবকরা। পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থাও থাকবে। পুজোর কয়েকটি দিন রোজ ১৬টি হেভি রেডিয়ো ফ্লাইং স্কোয়াড মোতায়েন থাকবে। এছাড়া থাকবে ১৬টি কুইক রেসপন্স টিম।

আপৎকালীন পরিস্থিতিতে দমকলকে সাহায্য করার জন্য থাকবে ১২টি পিসিআর ভ্যান। এছাড়া ৫১টি ওয়াচ টাওয়ার থাকবে। তাছাড়াও ২৭ টি মেট্রো স্টেশনে থাকবে পর্যাপ্ত পরিমাণে পুলিশ। গত বছর ১০ হাজার স্বেচ্ছাসেবক নেওয়া হয়েছিল। তবে এবার পুজোয় সবমিলিয়ে ১৫ হাজার স্বেচ্ছাসেবক মোতায়েন করা হচ্ছে। থাকবে ৩০টি অ্যাম্বুল্যান্স।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

১০ দফা নির্দেশিকা-সহ স্বাস্থ্যসচিবকে চিঠি মুখ্যসচিব মনোজ পন্থের
FacebookWhatsAppEmailShare
কর্মবিরতি আংশিক প্রত্যাহার জুনিয়র ডাক্তারদের
FacebookWhatsAppEmailShare
বিচার চাইতে গিয়ে নিজেদের দায়-দায়িত্ব-শপথ সব ভুলে গেছেন জুনিয়র চিকিৎসকরা?
FacebookWhatsAppEmailShare