রাজভবনে শ্লীলতাহানির ঘটনায় পুলিশের কাছে বয়ান দিলেন অস্থায়ী মহিলা কর্মী
শিক্ষিকার চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে একাধিকবার শ্লীলতাহানির শিকার হয়েছেন, পুলিশের কাছে বয়ান দিতে গিয়ে এমনটাই দাবি করলেন রাজভবনের অস্থায়ী মহিলা কর্মী, যাঁর অভিযোগ ঘিরে এই মুহূর্তে তোলপাড় গোটা রাজ্য। পুলিশের কাছে ওই মহিলার অভিযোগ, রাজ্যপাল তাঁকে বলেছিলেন, একটি ভাল স্কুলে তাঁকে শিক্ষিকার চাকরি পাইয়ে দেবেন।
ওই অস্থায়ী মহিলা কর্মী দাবি করেছেন ঘটনার দিন তিনি ১৫ মিনিট ছিলেন রাজভবনের কনফারেন্স রুমে, রাজ্যপালের সঙ্গে ‘একা’।পুলিশের কাছে রাজভবনের অন্তত ৮ ঘণ্টার সিসিটিভি ফুটেজ এসেছে। যা পরীক্ষা করে অনেক কিছুই জানতে পেরেছেন তদন্তকারীরা।হেয়ার স্ট্রিট থানার পুলিশের দাবি, সেই ফুটেজ পরীক্ষা করে দেখা গিয়েছে, তরুণী কাঁদতে কাঁদতে আসছেন।