পার্বণ বিভাগে ফিরে যান

দীপাবলিতে বিশেষ নজরদারি কলকাতা পুলিশের

অক্টোবর 25, 2022 | < 1 min read

নিষিদ্ধ বাজি ফাটানো রুখতে ও আইনশৃঙ্খলা রক্ষা করতে ৫০০০ অধিক পুলিশকর্মীকে নিয়োজিত করেছে কলকাতা পুলিশ। বহুতলগুলির ওপর বিশেষ নজর রাখতে ২৮টি থানা এলাকায় বহুতলের ওপর মোতায়েন করা হয়েছে পুলিশ।

টালিগঞ্জ সার্কুলার রোড, আলিপুর, চেতলা, স্ট্র‌্যান্ড রোডের কয়েকটি জায়গায় একেকজন সার্জেন্টের অধীনে থাকছেন একজন করে অ‌্যাসিস্ট‌্যান্ট সাব ইন্সপেক্টর ও ৪ থেকে ৬ জন করে পুলিশকর্মী। নিষিদ্ধ বাজি ফাটানো রুখতেই এই পদক্ষেপ। বিসর্জনের সময় কোনোরকম ঝামেলা রুখতেও হবে বিশেষ নজরদারি।

মঙ্গলবার থেকেই শহরের ২৩টি ঘাট ও ১৪টি পুকুর বা সরোবরে প্রতিমা বিসর্জনের সময় যে কোনও দুর্ঘটনা এড়াতে ডিএমজির টিম ডুবুরি ও নৌকা তৈরি থাকছে ও ঘাটে যাওয়ার রাস্তাগুলিতে থাকছে পুলিশ পিকেট। 

কালিপুজোর প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফে চারদিন সময় দেওয়া হয়েছে। ২৫, ২৬, ২৭ এবং ২৮ তারিখ চলবে প্রতিমা বিসর্জন। তারপরেই ছটপুজো রয়েছে। পুজোর আগে সমস্ত ঘাট আবার স্বাভাবিকের পর্যায়ে ফিরিয়ে আনতে তৎপর রাজ্য সরকার।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

তারকেশ্বরে শ্রাবণী মেলার এবারের আকর্ষণ সংগ্রহশালা
FacebookWhatsAppEmailShare
পুজোয় কোন খাতে খরচ হবে অনুদানের ৮৫ হাজার টাকা?
FacebookWhatsAppEmailShare
পুজো কমিটিগুলির অনুদান বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়
FacebookWhatsAppEmailShare