বাংলা বিভাগে ফিরে যান

অক্টোবরেই কলকাতার পারদ নামলো ২০ ডিগ্রির নীচে

অক্টোবর 29, 2022 | < 1 min read

আজ সকালে কলকাতায় পারদ নামল ২০ ডিগ্রির নীচে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। গত দশ বছরের মধ্যে অক্টোবরে এটাই রেকর্ড তাপমাত্রার পতন তিলোত্তমায়।

এর আগে ২০১২ সালে অক্টোবর মাসে ২০ ডিগ্রির নীচে নেমেছিল পারদ। সেবছর ২৮ অক্টোবর কলকাতার তাপমাত্রা ছিল সর্বনিম্ন ১৯.৯ ডিগ্রি সেলসিয়াসে। এর আগে ২০১৮ সালে ২৭ অক্টোবরে কুড়ি ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল তাপমাত্রার পারদ।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ছটপুজোর দিন সকালে কলকাতার কিছু কিছু জায়গায় কুয়াশা থাকবে। আংশিক মেঘলা আকাশ থাকবে কিন্তু কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের সম্ভাবনা নেই। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। এখনই সেইভাবে শীত না পড়লেও পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা কলকাতার তাপমাত্রা থেকে কিছুটা কম থাকবে। পাশাপাশি কোথাও কোথাও সকালের দিকে কুয়াশা থাকতে পারে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রবিবারের মধ্যেই বঙ্গে ১০০ কোম্পানি কেন্দ্রীয়বাহিনী, সব বুথে হবে ওয়েবকাস্টিং
FacebookWhatsAppEmailShare
আরও দেড় লক্ষ মানুষ বার্ধক্য ভাতার আওতায়, রাজ্যের খরচ ১২৬ কোটি
FacebookWhatsAppEmailShare
আর জি কর আন্দোলনের ‘প্রতিবাদী’ মুখ ডাঃ অভিজিৎ চৌধুরী সারদার টাকা নিয়েছিলেন?
FacebookWhatsAppEmailShare