আজ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই গতকাল রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। আজ সকাল থেকেও বৃষ্টির বিরাম নেই কলকাতায়। আজ ও আগামীকাল ভারী বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ১০ জেলায়।
কোনও কোনও এলাকায় বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত। নিম্নচাপটি এখন শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। অবস্থান করছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস: কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান
রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস: পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ
সোমবার বৃষ্টির পূর্বাভাস: উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ
মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস: দার্জিলিং, কালিম্পঙ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ