বাংলা বিভাগে ফিরে যান

কবে বৃষ্টির মুখ দেখবে কলকাতা?

এপ্রিল 26, 2022 | < 1 min read

কলকাতায় শেষ বৃষ্টি হয়েছিল ফেব্রুয়ারিতে। এরপর ৫৫ দিন কেটেছে। গরমে নাকাল হচ্ছেন কলকাতাবাসী। তবে মাঝে কালো মেঘের দর্শন মিললেও বৃষ্টির দেখা নেই। বৈশাখ মাসের অর্ধেক পার হতে চললেও এখনও কালবৈশাখীরও কোও চিহ্নি নেই কলকাতায়।

বিগত ৩০ বছরের গড় পর্যালোচনা অনুযায়ী, এপ্রিল মাসে সাধারণত কলকাতায় ৫৮.৯ মিলিমিটার বৃষ্টি হয়ে থাকে। তবে এবার এক ফোঁটা বৃষ্টি হয়নি এপ্রিলে। তাছাড়া এপ্রিল মাসে কলকাতাবাসী সাক্ষী থাকে ২ থেকে ৩টি কালবৈশাখীরও। এবার তারও কোন চিহ্ন নেই।

২৯ এপ্রিলের পর বিপরীত ঘূর্ণাবর্তের অবস্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এর ফলে আগামী ২ মে নাগাদ কলকাতায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশা করা হচ্ছে। তার আগে চলতি মাসের বাকি দিনগুলিতে বৃষ্টির আর সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।

আবহাওয়াবিদদের শঙ্কা, গোটা বিশ্বে যে জলবায়ুগত পরিবর্তন হচ্ছে, তার দীর্ঘমেয়াদি প্রভাবের জেরে এই পরিস্থিতি হয়ে থাকতে পারে। শুষ্ক এপ্রিল এই জলবায়ু পরিবর্তনের ইঙ্গিত মাত্র।উত্তর-পশ্চিম ভারতে মার্চ মাস থেকে তাপপ্রবাহ শুরু হওয়ায় গরম বেড়েছে বাংলাতেও।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রবিবারের মধ্যেই বঙ্গে ১০০ কোম্পানি কেন্দ্রীয়বাহিনী, সব বুথে হবে ওয়েবকাস্টিং
FacebookWhatsAppEmailShare
আরও দেড় লক্ষ মানুষ বার্ধক্য ভাতার আওতায়, রাজ্যের খরচ ১২৬ কোটি
FacebookWhatsAppEmailShare
আর জি কর আন্দোলনের ‘প্রতিবাদী’ মুখ ডাঃ অভিজিৎ চৌধুরী সারদার টাকা নিয়েছিলেন?
FacebookWhatsAppEmailShare