কলকাতা বিভাগে ফিরে যান

ট্রাফিক আপডেট: কোন কোন রাস্তা এড়িয়ে যাবেন

এপ্রিল 11, 2023 | < 1 min read

আজ একাধিক রাস্তায় যানজটে নাকাল হওয়ার সম্ভাবনা শহরবাসীর। মাত্রাতিরিক্ত গরমে গলদঘর্ম অবস্থার মাঝেই দিনভর একাধিক মিছিল-মিটিং, রাজনৈতিক কর্মসূচিতে ঠাসা মঙ্গলবার।

আজ কোথায় কি কর্মসূচী রইলো তার তালিকা:

বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এপিসি রোড, রাজাবাজার ক্রসিংয়ে অবস্থান বিক্ষোভ

বেলা ১২টা থেকে কলেজ স্ট্রিটে রাজনৈতিক জমায়েত এবং বিক্ষোভ কর্মসূচি রয়েছে। এর জেরে যান চলাচল কার্যত স্তব্ধ হতে পারে কলেজ স্ট্রিট, NC স্ট্রিট, RAK রোডে। মিছিলটি এগোবে SN ব্যানার্জি রোড হয়ে পৌঁছবে ডোরিনা ক্রসিংয়ে।

বিকেল ৫টা আরও একটি রাজনৈতিক দলের মিছিল রয়েছে। কলেজ স্ট্রিট থেকে মিছিল শুরু হয়ে বিধান সরণী, হেঁদুয়া হয়ে মানিকতলা মেন রোড, বিবেকানন্দ রোড, মানিকতলা ক্রসিং থেকে এপিসি রোডে এসে শেষ হবে।

এছাড়াও বেলতলা রোডে সন্ধ্যা ৬টা নাগাদ একটি জমায়েত রয়েছে।

রাত ৯টা নাগাদ একটি জমায়েত রয়েছে ক্যানিং স্ট্রিট, এজরা স্ট্রিট, রবীন্দ্র সরণীতে।

যানজটের আশঙ্কা:

এস এন ব্যানার্জি রোড, ডোরিনা ক্রসিংয়ে মিছিলের জেরে গাড়ির অভিমুখ ঘুরিয়ে দেওয়া হতে পারে লেনিন সরণী, রেড রোড, এসপ্ল্যানেড, রানি রাসমণি অ্যাভিনিউয়ের মতো রাস্তাগুলিতে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

অভয়ার বিচার চাওয়া প্রতিবাদীর অ্যাকাউন্টে ১.৭ কোটি, ঠিকানা আর জি কর হস্টেল
FacebookWhatsAppEmailShare
দুর্গাপুজোয় বই বিক্রিতেও আবারো শূন্য সিপিএম
FacebookWhatsAppEmailShare
শিয়ালদহ ESI হাসপাতালে আগুন
FacebookWhatsAppEmailShare