দূষণ নিয়ন্ত্রণে সেরা কলকাতা
মেট্রো শহরগুলির (Metro cities) মধ্যে কলকাতার (Kolkata) ‘এয়ার কোয়ালিটি ইনডেক্স’ (AQI) সবচেয়ে ভালো। রাজ্যের নিজস্ব পরিকাঠামো ও আইআইটি দিল্লির গবেষকদের সহায়তায় শহরের বিভিন্ন প্রান্তে শব্দ ও বায়ুদূষণের পরিমাণ বিশ্লেষণ করে এই তথ্য মিলেছে।
কালীপুজোর দিন রাত ১ টা থেকে পরের দিন বিকেল ৩ টে পর্যন্ত তিন ঘণ্টা অন্তর বাতাসের মান পরিমাপ করা হয়েছে। সবক্ষেত্রেই কলকাতার এ কিউ আই ছিল ৪৩-৪৭-এর মধ্যে ছিল। অর্থাৎ সর্বনিম্ন ৪৩, সর্বোচ্চ ৪৭। অথচ, দিল্লির একিউআই ছিল ৩০৮-৩৩০, মুম্বইয়ে ১০৬-১৩০, বেঙ্গালুরুতে ১২৬-১৫৮ আর চেন্নাইয়ে ১৬৯-২৬১।
তবে কলকাতার দূষণ কমাতে সাহায্য করেছে ঘূর্ণিঝড় সিত্রাং, তাও মেনেছেন পরিবেশবিদ সহ রাজ্যের প্রতিনিধিরা।