মেট্রো প্রকল্পের কাজের জন্য ময়দানে নতুন করে গাছ কাটা যাবে না, নির্দেশ সুপ্রিম কোর্টের
কলকাতায় মেট্রোরেল প্রকল্পের জন্য যে গাছ কাঁটা হচ্ছে তার বিরোধিতায় কলকাতা হাইকোর্টে মামলা হয়। কিন্তু আদালতে সেই মামলা খারিজ করে দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মামলাকারী। সেই আর্জির ভিত্তিতে এবার শীর্ষ আদালত হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল। বলা হয়েছে, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত গাছ কাটা যাবে না। বিচারপতি বিআর গাভাই এবং কেভি বিশ্বনাথনের বেঞ্চ নির্দেশ দিয়েছে, মামলার পরবর্তী শুনানি পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।বিচারপতি গাভাই এবং বিচারপতি বিশ্বনাথনের বেঞ্চ বলেছে, ‘‘তিন সপ্তাহ পরে আবার মামলার শুনানি হবে। তত দিন পর্যন্ত গাছ কাটা বা নতুন গাছ লাগানো যাবে না।’’
আরভিএনএল-এর আইনজীবীকে বিচারপতি গাভাই বলেন, ‘‘আপনারা কাজ চালিয়ে যেতে পারেন। কিন্তু একটিও গাছ যাতে কাটা না পড়ে, তা নিশ্চিত করতে হবে।’’ গাছ কাটার ইস্যু নিয়ে কলকাতা হাইকোর্টে মেট্রো কর্তৃপক্ষ আগে জানিয়েছিল, রেলপথ সম্প্রসারণের জন্য ময়দান চত্বরের গাছগুলি পুনরায় প্রতিস্থাপন বা ট্রান্সপ্লান্টেশন করার জন্য বনদফতরের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। সেই অনুমতি মিলেছে। তাই কাজে বাধা আসার কোনও অর্থ হয় না। যদিও মূল জনস্বার্থ মামলাকারীর বক্তব্য ছিল, ওই গাছগুলি কোথায় পুনঃস্থাপন করা হবে তা স্পষ্ট করছে না মেট্রো কর্তৃপক্ষ।