কলকাতা বিভাগে ফিরে যান

দূষণমুক্তিতে দ্বিতীয় কলকাতা

জুন 11, 2024 | < 1 min read

আইআইটি দিল্লির তরফে বাতাসের মান ও দূষণের মাত্রা নিয়ে বিশ্বব্যাপী এক সমীক্ষা করা হয়। পরিবেশ বিজ্ঞানীরা এবছরের মে মাসে বিশ্বের যে মহানগরগুলির বায়ুর মান নিয়ে গবেষণা করেন সেগুলি হল– নিউ ইয়র্ক, টোকিও, লন্ডন, সিওল, বেজিং, দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা, ঢাকা।

দিল্লি আইআইটির ‘অরুণ দুগল সেন্টার অফ এক্সেলেন্স ফর রিসার্চ ইন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এয়ার পলিউশন’-এর বিশেষজ্ঞরা রিপোর্টে কলকাতার বাতাসের দ্রুত দূষণমুক্তির বলেছেন। শহরে বাতাসের প্রতি ঘনমিটারে ভাসমান অতিসূক্ষ্ম ধূলিকণার (পিএম ২.৫) ও নাইট্রোজেন ডাই-অক্সাইডের উপস্থিতির নিরিখে বিশ্বের ১১টি মহানগরের মধ্যে সর্বাধিক কম হল চেন্নাইতে।

আর চেন্নাইয়ের পরেই বাতাসের বিশুদ্ধতার মানে দ্বিতীয় কলকাতা, তৃতীয় নিউ ইয়র্ক।চেন্নাইয়ে প্রতি ঘনমিটারে ভাসমান ধূলিকণার পিএম ২.৫-এর হার যেখানে ১৬, সেখানে কলকাতা ১৮, নিউ ইয়র্ক ১৯, লন্ডন ২০ এবং মুম্বই ২১ হয়েছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

কলকাতায় এই দশ পুজো না দেখলেই নয়
FacebookWhatsAppEmailShare
আগামী বছর কলকাতা বইমেলা শুরু হবে ২৮ জানুয়ারি
FacebookWhatsAppEmailShare
জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির বিরুদ্ধে করা মামলার দ্রুত শুনানি নয়, অবকাশকালীন বেঞ্চে যেতে বলল কোর্ট
FacebookWhatsAppEmailShare