দুর্গোৎসব ২০২২ বিভাগে ফিরে যান

কলকাতার পুজোর থিম

সেপ্টেম্বর 1, 2022 | < 1 min read

বাহুবলি, পদ্মাবত, বুর্জ খলিফার পর এবার ভ্যাটিকান সিটির আদলে মণ্ডপ করে আবারও রেকর্ড ভিড় জড়ো করতে চাইছে শ্রীভূমি স্পোর্টিং।

মণ্ডপে থাকবে দ্য ভিঞ্চির মতো শিল্পীদের শিল্পকর্মের অনুকরণ, ও মায়ের গায়ে থাকবে প্রায় ৬০ কেজি সোনার গয়না। ৭৫-এ পা দেওয়া কলেজ স্কোয়ারের এবারের থিম বৃন্দাবনের প্রেম মন্দির।

অন্যদিকে প্রাচীন গোন্ড উপজাতির সংস্কৃতি ও জীবনযাত্রা মানুষের সামনে তুলে ধরবে উল্টোডাঙ্গা পল্লীশ্রী। থিমের নাম অন্তঃকরণ।

খিদিরপুর পল্লি শারদীয়া এবার পুরনো কলকাতার ছবি তুলে ধরতে চলেছে। 

সব মিলিয়ে থিমে তাক লাগাতে এবারও কোমর বাঁধছে কলকাতার পুজোগুলো।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

হেরিটেজ উইক উপলক্ষে চলছে দুর্গা ফেস্টিভাল
FacebookWhatsAppEmailShare
বিশ্বমঞ্চে দুর্গাপুজোর প্রচারে বার্লিন পাড়ি বাংলার
FacebookWhatsAppEmailShare
শিল্পীরা ব্রাত্যই থাকলেন দুর্গা পুজো কার্নিভালে
FacebookWhatsAppEmailShare