অশনির মোকাবিলায় কলকাতা পুরসভার পদক্ষেপ
কলকাতার প্রত্যেকটি বোরোর জন্য একটি করে, মোট ১৬টি টিম গঠন করা হয়েছে।
- কলকাতার মিটার বক্সগুলি পরিদর্শন করে হচ্ছে কোনো আলগা তারের জন্য।
- পাম্প – শহরের ৭৬টি পাম্পিং স্টেশনের ৯৫% পাম্প তৈরি রাখা হচ্ছে। এর সঙ্গে নিচু এলাকার জন্য রাখা হয়েছে ৭০০টি পোর্টেবল পাম্প।
- জেনারেটর সেট – লোডশেডিংএর আশঙ্কায় প্রত্যেকটি পাম্পিং স্টেশনে ডিজেল চালিত পাম্প তৈরি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
- টালা ট্যাঙ্ক – ঝড়ের সময় বেশি ভারী না করে ৮০% জল ভরা হবে টালা ট্যাঙ্কে।
- বিপর্যয় মোকাবিলা – জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের দুটি টিম তৈরি রাখা হচ্ছে।
নিকাশি, বর্জ্য ব্যবস্থাপনা, পার্ক, বিপর্যয় মোকাবিলা সহ একাধিক দপ্তরের ছুটি ক্যানসেল করা হয়েছে ১২ই মে অবধি।