কলকাতা বিভাগে ফিরে যান

আগামী বছর কলকাতা বইমেলা শুরু হবে ২৮ জানুয়ারি

অক্টোবর 4, 2024 | < 1 min read

আগামী বছরের ২৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বইমেলা। শেষ হবে ৯ ফেব্রুয়ারি। ১২ দিন ধরে চলবে বইয়ের উৎসব। বইমেলা প্রাঙ্গন অর্থাৎ করুণাময়ীর নির্দিষ্ট মেলা প্রাঙ্গণেই হবে বইমেলা। প্রতিবারের মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৮ জানুয়ারি এই মেলার উদ্বোধন করবেন ৷ ফলে পুজোর মুখে বইপ্রেমীদের জন্য সুখবর পুজোর মুখেই শোনাল গিল্ড ৷ ইতিমধ্যেই সমস্ত পাবলিশার্সদের এবং অন্যান্য স্টলের জন্য আবেদনের দিন জানিয়ে দেওয়া হয়েছে গিল্ডের তরফে।এই বছর কলকাতা বইমেলার ৪৮ তম বর্ষ।

আগের বছর নির্বাচনের কারণে বইমেলা সময় এগিয়ে আনা হয়েছিল। তবে এবছর তেমন আর হচ্ছে না। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, “গত বছর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা তার সঙ্গে নির্বাচন ছিল বলে আমাদের সময় এগিয়ে আনা হয়েছিল। কিন্তু মূলত বইমেলা হয় জানুয়ারি মাসে শেষের দিকে। এবারও তাই হচ্ছে ২৮ জানুয়ারি থেকে বইমেলা শুরু হচ্ছে চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বেলা একটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে বইমেলা।

রবিবার এবং ছুটির দিনগুলিতে খোলা থাকবে রাত ন’টা পর্যন্ত।”ইতিমধ্যেই সমস্ত পাবলিশার্সদের এবং অন্যান্য দ্রব্যের স্টলের জন্য আবেদনের দিন জানিয়ে দেওয়া হয়েছে গিল্ডের তরফে। প্রতি বছর বইমেলা সাধারণত এই সময়েই হয়ে থাকে। তবে গত বছর কিছুটা এগিয়ে আনা হয়েছিল বইমেলার তারিখ।এর আগের বার কলকাতা বইমেলার থিম কান্ট্রি ছিল গ্রেট ব্রিটেন। এবার বইমেলার থিম কান্ট্রি কী হতে চলেছে তা এখনও জানানো হয়নি গিল্ডের তরফে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির বিরুদ্ধে করা মামলার দ্রুত শুনানি নয়, অবকাশকালীন বেঞ্চে যেতে বলল কোর্ট
FacebookWhatsAppEmailShare
শিয়ালদহ স্টেশনের নাম পরিবর্তনের দাবি রাজ্য বিজেপির
FacebookWhatsAppEmailShare
জুনিয়র ডাক্তাররা দিল্লি গিয়ে প্রতিবাদের হুঁশিয়ারি দিলেন! ক্ষোভ সিবিআই-এর প্রতি
FacebookWhatsAppEmailShare