ভ্রমণ বিভাগে ফিরে যান

ভিস্তাডোম ট্যুরিস্ট স্পেশাল – কি এই ভিস্তাডোম কোচ?

আগস্ট 11, 2022 | < 1 min read

গতবছর অগাস্ট মাসে চালু হয় নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার ভিস্তাডোম ট্যুরিস্ট স্পেশাল ট্রেনের নতুন কোচ।

পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় জঙ্গল, চা বাগানের অপরূপ সৌন্দর্যের মধ্যে ধোঁয়া ছেড়ে ছুটে চলে ট্রেন, আর জানলার পাশে বসে দুদিকে ঘন সবুজ বন দেখতে দেখতে মুগ্ধতায় ভরে ওঠে মন।


কি এই ভিস্তাডোম কোচ? সুসজ্জিত এই এসি কামরার মাথার উপর ও আশপাশ কাঁচ দিয়ে ঘেরা। এছাড়া রয়েছে রিভলভিং চেয়ার, যাতে বসে পর্যটকরা বাইরের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন। প্রতিটি ট্রেনে থাকবে ৫টি করে কোচ। তার মধ্যে একটি একটি কোচ ভিস্তা ডোম। ট্রেনে থাকবে মোট ৪৪টি সিট।


দু’দিন ও এক রাত জঙ্গলের মধ্যে দিয়ে এই ট্রেন ভ্রমণের খরচ মাথাপিছু ৮,৭৮০ টাকা। প্রবীণ নাগরিকদের বড় অংশ ট্রেনের নিরাপদ পরিবেশে বসেই ঘন জঙ্গলের সান্নিধ্য পেতে চান। তাই চালু হওয়ার পর থেকেই জনপ্রিয়তা পেতে বিশেষ দেরি হয়নি।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

পুজোর আগে ঘুরপথে উত্তরবঙ্গ যাওয়ার বেশ কিছু ট্রেন
FacebookWhatsAppEmailShare
পর্যটকদের জন্য নতুন ঠিকানা অপরূপ পাশাবং
FacebookWhatsAppEmailShare
এই গরমে আপনার গন্তব্য হোক পাহাড়ি অফবিট গ্রাম চিসাং
FacebookWhatsAppEmailShare