বাংলা বিভাগে ফিরে যান

কলকাতা পুরসভার উন্নয়ন তুলে ধরতে ছোট ভিডিও, রিপোর্ট কার্ড

নভেম্বর 30, 2021 | < 1 min read

বিগত ৫ বছরে পুরসভায় কি কি উন্নয়নমূলক কাজ হয়েছে তা দুভাগে ভাগ করা হবে – ২০১৫ থেকে ২০১৮ এবং ২০১৯ থেকে ২০২১।


উল্লেখযোগ্য কাজের তালিকায় আছে:

১৭৮ কোটি টাকা ব্যয়ে ২৪টি জলাধার।

শহরজুড়ে ২ বছরে ৫০টি উদ্যান।

নিকাশি সমস্যার সমাধানে ৩৪টি পাম্পিং স্টেশন।

নাগরিক সমস্যা জানতে ‘মেয়র অন কল’।

বস্তিতে ২৪ ঘন্টা জল।

শহরের সর্বত্র এলইডি আলো।

আমফানের দাপটের পর শহরকে দ্রুত স্বাভাবিক ছন্দে ফেরানো, করোনার আবহে শহরজুড়ে জীবাণুনাশক প্রয়োগ করা,

জমা জলের সমস্যা মেটানো বা বাড়িতে-বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া – সবকিছুই উঠে আসবে এই রিপোর্ট কার্ডে।


দলীয় প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে বিলি করবেন সেই রিপোর্ট কার্ড। গুরুত্বপূর্ণ রাস্তায় হোর্ডিং লাগিয়ে সেইসব তথ্য তুলে ধরা হবে মানুষের সামনে। পাশাপাশি সামাজিক মাধ্যমেও ভিডিও , রিপোর্ট কার্ড শেয়ার করা হবে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রবিবারের মধ্যেই বঙ্গে ১০০ কোম্পানি কেন্দ্রীয়বাহিনী, সব বুথে হবে ওয়েবকাস্টিং
FacebookWhatsAppEmailShare
আরও দেড় লক্ষ মানুষ বার্ধক্য ভাতার আওতায়, রাজ্যের খরচ ১২৬ কোটি
FacebookWhatsAppEmailShare
আর জি কর আন্দোলনের ‘প্রতিবাদী’ মুখ ডাঃ অভিজিৎ চৌধুরী সারদার টাকা নিয়েছিলেন?
FacebookWhatsAppEmailShare