বাংলা বিভাগে ফিরে যান

নাগা সাধুদের করোনা পরীক্ষা করবে KMC

ডিসেম্বর 26, 2022 | 2 min read

কয়েকদিন স্বস্তি দিলেও আবার আতঙ্ক ছড়াচ্ছে করোনা ভাইরাস। আগামী ৮ জানুয়ারি শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা।

গত দু’বছর কোভিড আতঙ্কের কারণে গঙ্গাসাগরে সাধুদের ভিড় ছিল তূলনামূলক কম। তবে চলতি বছরে প্রায় ৩০ লক্ষ পুণ্যার্থীর আগমন হবে। তাই করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

আগে থেকেই কলকাতার বাবুঘাট অঞ্চলে এসে বসে থাকেন নাগা সাধুরা। এখানে এসে খাবার রান্না করে খান। অন্য রাজ্য থেকে আসার কারণে করোনা ছড়াতে পারে তাঁদের মাধ্যমে। তাই নাগা সাধুদের করোনা পরীক্ষা করবে পুরসভা। এছাড়া, আগামী আগামী ১২ জানুয়ারি ইডেন গার্ডেন্সে ইন্ডিয়া–শ্রীলঙ্কার ম্যাচ আছে। পার্কিং নিয়ে কিছু বিধিনিষেধ থাকবে।

প্রিন্সেপ ঘাট, বাজে কদমতলা ঘাটে একাধিক বায়ো টয়লেটের ব্যবস্থা করছে কলকাতা পুরসভা।সাফাইকর্মীরা নিয়মিত প্রিন্সেপ ঘাট, বাবুঘাট এলাকা পরিষ্কার করবেন। তাই ২০০ সাফাইকর্মী নিয়োগ করা হয়েছে।এছাড়া থাকবে পর্যাপ্ত মাস্ক ও স্যানিটাইজার ব্যবস্থাও।

২০২৩ সালে শহরে আয়োজিত হতে চলেছে জি–২০ সম্মেলন। এখানে দেশ-বিদেশ থেকে অতিথিরা আসবেন।

তাই সবদিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দশমীর দিনে কেন ওড়ানো হতো নীলকণ্ঠ পাখি?
FacebookWhatsAppEmailShare
দশমীর দিন শুক্ত, মাছ, ভাত খাইয়ে মা দুর্গাকে বরণ করা হয় রানাঘাটের ঘোষবাড়িতে
FacebookWhatsAppEmailShare
নবমীর রাতে আগমনী শুনিয়ে দেবী দুর্গাকে জাগিয়ে রাখতে হয়
FacebookWhatsAppEmailShare