খেলাধুলা বিভাগে ফিরে যান

ইডেনে ঝোড়ো জয় কেকেআরের

এপ্রিল 7, 2023 | < 1 min read

ইডেন গার্ডেন্সে কলকাতা বনাম ব্যাঙ্গালোর ম্যাচ হলেই মনে পড়ে ৪৯ রানে আরসিবির অল-আউট হয়ে যাওয়া। এবার ওরকম না হলেও বড়সড় জয় পেলো কেকেআর।

টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বিরাট কোহলিরা। টিমের ২৬ রানের মাথায় মাত্র ৩ রানে আউট হয়ে যান ওপেনার ভেঙ্কটেশ আইয়ার। ০ তে আউট হন পরের ব্যাটসম্যান মন্দিপ সিং। হাল ধরে রাখেন গুরবাজ। ৪৪ বলে ৫৭ রান করেন তিনি। অধিনায়ক নীতিশ রানা ও আন্দ্রে রাসেলের হতাশাজনক পাররম্যান্সের পর হাল ধরেন রিংকু সিং ও শার্দুল ঠাকুর। শার্দুলের চাবুকের মত ইনিংসে মাত্র ২৯ বলে ৬৮ ও রিংকু ৩৩ বলে ৪৮ করায় কলকাতার অন্তিম স্কোর হয় ৭ উইকেট খুইয়ে ২০৪।

পাল্টা ব্যাট করতে নেমে ভালোভাবে শুরু করলেও ৪৪ রানের মাথায় বিরাট কোহলির উইকেট পড়ে সুনীল নারিনের হাতে। পরবর্তী ১০ রানের মধ্যে প্যাভিলিয়নে ফেরেন ফ্যাফ ডু’প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল, হর্ষল প্যাটেল। ৯৬ রানে ৯ উইকেট পড়ে যাওয়ার পর অবশেষে ১২৩ রানের মাথায় পালা সাঙ্গ হয় ব্যাঙ্গালোরের।

এর মধ্যে মাঠে কিং খানের উপস্থিতি যেন আরো চাঙ্গা করে তুলেছিল নাইট শিবিরকে। ১২ তারিখ ইডেনে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে কেকেআর।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

নভেম্বরেই আইপিএল নিলাম
FacebookWhatsAppEmailShare
বাংলাদেশ টেস্টে প্রথম একাদশে কে, ইঙ্গিত রোহিতের
FacebookWhatsAppEmailShare
কীভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারে ভারত?
FacebookWhatsAppEmailShare