খেলাধুলা বিভাগে ফিরে যান

নতুন ক্যাপ্টেন খোঁজার পথে KKR

অক্টোবর 25, 2024 | < 1 min read

আগামী ৩১ অক্টোবরের মধ্যে আইপিএলের প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজিকে রিটেনশন তালিকা জমা দিতে হবে। ২০২৫ আইপিএলের জন্য মেগা নিলাম অনুষ্ঠিত হবে নভেম্বরের শেষ সপ্তাহে। তাই প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি ৬ জন ক্রিকেটারকে ধরে রেখে বাকিদের ছেড়ে দেবে। তেমনই কলকাতা নাইট রাইডার্সের অন্দরে কান পাতলেও একাধিক চমকের ইঙ্গিত মিলছে। দীর্ঘদিন ধরেই কেকেআরের হয়ে খেলছেন আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন। এই দুই ক্রিকেটারকে এবারও রিটেন করতে চলেছে শাহরুখ খানের দল। পাশাপাশি আনক্যাপড রমনদীপ সিং ও হর্ষিত রানাকেও রিটেন করা হতে পারে।

তবে বরুণ চক্রবর্তীকে রাখা হবে কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। তবে সবচেয়ে বড় খবর হল, কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার রিটেন নাও করতে পারে নাইট ফ্যাঞ্চাইজি।নাইট অধিনায়ককে দলে নেওয়ার জন্য আরও দুই ফ্র্যাঞ্চাইজি মোটা অঙ্কের অফার করেছে। সেক্ষেত্রে আইপিএল জয়ী অধিনায়ককে ধরে রাখতে মোটা টাকা খরচ করতে হবে শাহরুখ খানকে। এক জনের পিছনে সেই টাকা একেবারেই খরচ করতে চাইছে না নাইট টিম ম্যানেজমেন্ট। তাই সম্ভবত শ্রেয়সকে রিটেন করছে না।

সূত্রের খবর, আইপিএল জয়ী ক্যাপ্টেন শ্রেয়সকে দলে নিতে নাকি ঝাঁপাতে পারে পাঞ্জাব কিংস এবং আরসিবি। কারণ দুটি দলই নতুন মরশুমে নতুন অধিনায়কের খোঁজে রয়েছে। শ্রেয়সের জন্য তারা বড় দর হাঁকতেও রাজি! শ্রেয়সেরও নাকি কলকাতাকে বিদায় জানিয়ে অন্য কোনও দলের জার্সি গায়ে চাপাতে তেমন আপত্তি নেই। অর্থাৎ ২০২৫ সালের আইপিএলে যে কেকেআর নতুন কোনও অধিনায়কের নেতৃত্বেই মাঠে নামবে, তা একপ্রকার বলে দেওয়াই যায়।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় পিছল ভারত
FacebookWhatsAppEmailShare
কেকেআর ক্যাপ্টেন হচ্ছেন ঋষভ?
FacebookWhatsAppEmailShare
দ্বিতীয় ‘হোম গ্রাউন্ড’ পাচ্ছে কেকেআর! ইডেন ছেড়ে কোন রাজ্যে খেলবে?
FacebookWhatsAppEmailShare