দিল্লি ক্রিকেট সংস্থার নির্বাচনে তৃণমূল বনাম বিজেপি
এককালে দিল্লিতে বিধায়ক ছিলেন। এখন এই বাংলায় তৃণমূলের সাংসদ। তবে তার আগে তাঁর পরিচয় ক্রিকেটার হিসেবে, ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য। এহেন কীর্তি আজাদ এবার দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদের লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। তিনি জানিয়েছেন, সভাপতি হলে দিল্লিতে ক্রিকেটের উন্নতির জন্য কাজ করবেন।আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর ডিডিসিএ-র নির্বাচন, যার ফলাফল জানা যাবে ১৬ ডিসেম্বর। ডিডিসিএ নির্বাচনে পাঁচ আধিকারিক এবং সাত ডিরেক্টর পদের নির্বাচন হয়।
সভাপতি পদে লড়াইয়ের জন্য আগামী ১৯ নভেম্বর মনোনয়ন জমা দিতে চলেছেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ আজাদ।প্রাক্তন এই ক্রিকেটার তথা সাংসদ এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানান, ‘‘আমি ১৪ নভেম্বরই মনোয়ন জমা দিতে পারতাম। কিন্তু নিজের কেন্দ্রে কিছু জরুরি কাজের জন্য সেটা সম্ভব হচ্ছে না। ১৯ নভেম্বর মনোনয়ন জমা দেব।’’ তবে সভাপতি পদের জন্য কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে আজাদকে। ২০২১ সালের নির্বাচনে জিতে সভাপতি হয়েছিলেন রোহন জেটলি। তিনি ১৬৫৮টি ভোট পেয়েছিলেন, সেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী বিকাশ সিং মাত্র ৬৬২ ভোট পান। আজাদকেও এবার সেই রোহনের বিরুদ্ধে লড়তে হবে।