দেশ বিভাগে ফিরে যান

আইনমন্ত্রীর পদ থেকে সরানো হল কিরণ রিজিজু

মে 18, 2023 | < 1 min read

হঠাৎই কেন্দ্রীয় আইনমন্ত্রীর পদ থেকে সরানো হল কিরণ রিজিজুকে। ভূ-বিজ্ঞান মন্ত্রকের দায়িত্ব দেওয়া হল রিজিজুকে।

আজ সকালে রাষ্ট্রপতি ভবনের তরফে নির্দেশিকা প্রকাশ করে এই রদবদলের কথা জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রধানমন্ত্রীর পরামর্শ অনুসারে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের ঘোষণা করেন। নতুন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল (Arjun Ram Meghwal) সংসদীয় বিষয়ক ও সংস্কৃতি মন্ত্রকের দায়িত্বও পালন করবেন।

সম্প্রতি কেন্দ্র ও সুপ্রিম কোর্টের মধ্যে একাধিক বিষয় নিয়ে সংঘাত তৈরি হয়েছে। সরকারের বক্তব্য রিজিজুর মাধ্যমেই সামনে আনা হচ্ছিল। যা নিয়ে খুব একটা খুশি ছিল না সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের কলেজিয়াম নিয়েও নিয়মিত বিতর্কিত মন্তব্য করেন প্রাক্তন আইন মন্ত্রী কিরণ রিজিজু।

কেন্দ্রের তরফে এই ঘোষণার পরেই নিজের টুইটার বায়ো বদলে ফেলেছেন মন্ত্রী।

এইরকম একটা জায়গা থেকে হঠাৎ করে রিজিজুকে সরিয়ে দেওয়ার পর তাই স্বাভাবিকভাবেই বিভিন্ন মহলে জল্পনা তৈরি হয়েছে।

সামনেই লোকসভা নির্বাচন, তার আগে এই রদবদলের সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মমতার দাবির পরই বড় সিদ্ধান্ত কেন্দ্রের,স্বাস্থ্য ও জীবন বিমায় উঠে যাচ্ছে জিএসটি
FacebookWhatsAppEmailShare
বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare