কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাঁচ দিকপাল শিল্পীর জন্ম শতবার্ষিকী উদযাপন
৪ থেকে ১১ ডিসেম্বর ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গৌতম ঘোষকে নতুন চেয়ারম্যান, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ভাইস-চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন। ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার চলচ্চিত্র জগতের পাঁচ দিকপাল শিল্পীর জন্ম শতবার্ষিকী উদযাপন করা হবে। আগামী চার থেকে ১১ ডিসেম্বর শহরে ৩০ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আসর বসবে। সেখানে তপন সিংহ,অরুন্ধতী দেবী,হরিসাধন দাশগুপ্ত , মার্লোন ব্রান্ডো এবং মার্সেলো মাস্ত্রোইয়ান্নির জন্ম শতবার্ষিকী উপলক্ষে তাদের শ্রদ্ধা জানাতে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতর সূত্রে জানা গিয়েছে। বিশিষ্ট পরিচালক তপন সিংহের জন্ম শতবার্ষিকী উপলক্ষে তার জীবন ও কাজকর্ম নিয়ে এক বিশেষ প্রদর্শনী পরিকল্পনা করা হয়েছে। একইসঙ্গে তার স্বনামধন্য সিনেমাগুলি চলচ্চিত্র উৎসবে দেখানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। জন্মশতবর্ষে পদার্পণ করা অন্যান্য প্রবাদপ্রতিম চলচ্চিত্রকার ও শিল্পীদের সম্মানিত করতে একই রকমের পরিকল্পনা নেওয়া হয়েছে।