ইন্ডিয়া নেতৃত্বকে চিঠি খাড়গের
ইন্ডিয়া নেতৃত্বকে চিঠি খাড়গেরনির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ইন্ডিয়া জোটের শীর্ষ নেতৃত্বকে চিঠি দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এদিকে তৃণমূলের তরফে প্রথম ও দ্বিতীয় দফা ভোটের পরিসংখ্যান দাবি করে কমিশনকে চিঠি দেওয়া হয়েছে।
কমিশনের ভূমিকা নিয়ে জোটের অন্দরে আলোচনা করতে কয়েক দিনের মধ্যেই বৈঠকে বসতে পারে ইন্ডিয়া নেতৃত্ব।ভোটদানের এতদিন পর তথ্য প্রকাশ, তাও অসম্পূর্ণ। বিস্তারিত তথ্য চেয়ে প্রথমে কমিশনে চিঠি দেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন।ইন্ডিয়া জোটের নেতৃত্বকে দেওয়া মল্লিকার্জুন খাড়গের চিঠিতে লেখা হয়েছে, কমিশন কেন তথ্য প্রকাশে দেরি করছে। দেরি হওয়ার কারণও উল্লেখ করেনি। প্রথম দফার দু’সপ্তাহ পরেও বুথভিত্তিক তথ্য দিতে ব্যর্থ কমিশন। সেই সঙ্গে ৬ শতাংশ ভোটদান বেড়ে যাওয়ায় সন্দেহ প্রকাশ করেন তিনি।