কলকাতা বিভাগে ফিরে যান

বিজেপির স্বার্থান্বেষী চরিত্রের কথা মনে রেখে ভোট দিন, আবেদন গণমঞ্চের

মে 31, 2024 | < 1 min read

ভোটের দিন ঘোষণার ঠিক পরেই ধর্ম নিয়ে রাজনীতি করতে শুরু করেছে বিজেপি। তাই শেষ দফার ভোটের আগে বাকি কেন্দ্রের ভোটারদের বিজেপির স্বার্থান্বেষী চরিত্রের কথা মনে রেখে ভোট দেওয়ার জন্য আবেদন করল দেশ বাঁচাও গণমঞ্চ। কলকাতার প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সেই কথাই বললেন পূর্ণেন্দু বসু, রন্তিদেব সেনগুপ্ত, পিডিএসের সমীর পুততুণ্ড, সৈকত মিত্র, প্রতুল মুখোপাধ্যায়রা। সপ্তম দফায় যে নয় কেন্দ্রে ভোটদান হবে, সেই কেন্দ্রের মানুষদের সচেতন করে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কূটনীতির বিষয়ে সাধারণ মানুষের সামনে প্রকাশ্যে আনেন গঠনের সদস্যরা। তাঁদের অভিযোগ, হিন্দু-মুসলিম জনসংখ্যা নিয়ে বিজেপি ক্রমাগত মিথ্যে তথ্য ও ভুল পরিসংখ্যান জনসমক্ষে এনে সাধারণ মানুষকে বিভ্রান্তির মুখে ফেলে দিয়েছে। গণমঞ্চ এর সদস্যরা অনুরোধ করেন, সপ্তম দফায় যে নয় কেন্দ্রে ভোটদান প্রক্রিয়া হবে, সেক্ষেত্রে যাতে সাধারণ মানুষ কেন্দ্রীয় সরকারের মিথ্যে প্রচার মনে রেখে ভোট দেন।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

জুনিয়র ডাক্তারদের অনশনে নেই আর জি করের কেউ
FacebookWhatsAppEmailShare
কলকাতায় এই দশ পুজো না দেখলেই নয়
FacebookWhatsAppEmailShare
আগামী বছর কলকাতা বইমেলা শুরু হবে ২৮ জানুয়ারি
FacebookWhatsAppEmailShare