NEWSZNOW বাংলা

February 13, 2025, Thursday 09:46:42

বাংলা ENGLISH

বাংলা বিভাগে ফিরে যান

যোগী আদিত্যনাথের পথে কার্তিক মহারাজ

জানুয়ারি 28, 2025 2 min read

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রাজনীতিতে আসার আহ্বান জানিয়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এসেছেন এবং জিতেছেন তমলুক। এবার কি রাজ্যের আরও এক আসনে একই পরিণতি হতে চলেছে কি? কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের চ্যালেঞ্জ গ্রহণ করে রাজনীতিতে আসার ইঙ্গিত দিয়েছেন সদ্য পদ্মশ্রী সম্মান প্রাপ্ত সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন, পশ্চিমবঙ্গে সন্ন্যাসীদের রাজনীতিতে আসার সময় হয়েছে। তবে কি আসন্ন নির্বাচনে বিজেপির পতাকা হাতে ময়দানে দেখা যাবে কার্তিক মহারাজকে? এব্যাপারে অবশ্য কিছু বলতে নারাজ তিনি।

গত রবিবার কার্তিক মহারাজ জানান, “সন্ন্যাসীদের অনেকে পিছন থেকে রাজনীতি করছেন। রাজনীতি হল সব থেকে বড় নীতি। কিন্তু এখন রাজনীতি নোংরা হয়ে গিয়েছে। একজন বলছেন আমরা ৭০ শতাংশ। বাকিদের কেটে ভাগীরথিতে ভাসিয়ে দেব। একজন বলছেন সংখ্যা বাড়াও। সনাতনীদের রক্ষা করার জন্য সন্ন্যাসীদের রাজনীতিতে আসার সময় হয়েছে। তবে যে দল দেশের সংবিধান রক্ষা করবে, সনাতনীদের পাশে দাঁড়াবে, আমি তাদের পাশে থাকব।” কার্তিক মহারাজের কথায় স্পষ্ট বোঝা যাচ্ছে, বিজেপির দিকেই ইঙ্গিত করছেন তিনি।

ভোটের প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “মুর্শিদাবাদের রেজিনগরে যে জায়গায় ভোটের ২ দিন আগে দাঙ্গা হয়েছিল সেখানে ওঁর আশ্রম। উনি আশ্রম চালান আমার কোনও আপত্তি নেই। কিন্তু আমি যখন জিজ্ঞাসা করেছিলাম ওখানে ইলেকশন এজেন্ট নেই কেন? তখন আমাকে বলা হল, কার্তিক মহারাজ বলে দিয়েছেন তৃণমূলের এজেন্টকে আমরা বসতে দেব না। ওখানে ছানার ব্যবসায়ী কিছু লোককে খেপানো হয়েছে। খবর আমিও রাখি। এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান। আমি বলছ আপনি বিজেপি করুন কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে করুন। লুকিয়ে লুকিয়ে কেন? তাই আমি বলেছি, আমি যেটা বলি সেটা বিনা প্রমাণ বলি না। আমাদের রাজ্য বাংলা সেখানে তৃণমূল কংগ্রেসের এজেন্টকে বসতে দেওয়া হবে না! ভোটের ২ দিন আগে দাঙ্গা করিয়ে দেবে, তাদের আমি ছেড়ে দেব?”

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

অপরাজিতা বিল নিয়ে সরাসরি রাষ্ট্রপতির দ্বারস্থ তৃণমূল

FacebookWhatsAppEmailShare

ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দলের অনুদানের প্রতিশ্রুতি, কটাক্ষ সুপ্রিম কোর্টের

FacebookWhatsAppEmailShare

তাজপুর : আদানিদের টেন্ডার বাতিল, মুখ্যমন্ত্রীর মন্তব্যে জল্পনা

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...