কল্কি ২৮৯৮ এডি, ২০২৪-এর আইএমডিবি-র সবথেকে জনপ্রিয় ভারতীয় সিনেমা
জানুয়ারি 8, 2025 < 1 min read
কল্কি ২৮৯৮ এডি আবারও সংবাদ শিরোনামে। এই ছবির মাধ্যমে প্যান ইন্ডিয়া স্টার প্রভাসের সিনেমা মার্কেট রেঞ্জ কতটা সারা বিশ্ব দেখতে পেল। কল্কি ২৮৯৮ এডি ছবি দিয়ে বক্স অফিস রেকর্ড ভেঙে দিয়েছেন। জুন ২৭ তারিখে মুক্তি পাওয়া এই সিনেমাটি ৫০ দিন থিয়েটারে চলেছে। ভারতের সর্বোচ্চ আয় করা ছবির তালিকায় কালকি জায়গা করে নিয়েছে। ভারতে গ্রস আয়ের দিক থেকে বলিউড বাদশাহ শাহরুখ খানের জওয়ান মুভিকে কালকি ২৮৯৮ এডি ছাড়িয়ে গেছে। জওয়ানের লাইফটাইম রেকর্ড কালকি ৪০ দিনের আয় দিয়ে ছাড়িয়ে গেছে।
এখন এই সিনেমা আরও একটি রেকর্ড করেছে।বিখ্যাত বিনোদন পোর্টাল IMDb ২০২৪ সালের সবচেয়ে জনপ্রিয় ভারতীয় ছবির তালিকা প্রকাশ করেছে। এই বছরের ১ জানুয়ারি থেকে ২৫ নভেম্বরের মধ্যে মুক্তিপ্রাপ্ত ছবিগুলির মধ্যে IMDb রেটিংয়ের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করা হয়েছে। বিশ্বব্যাপী ২৫০ মিলিয়নেরও বেশি তাদের সাইট দেখা দর্শকদের ভিউ ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এই তালিকায় প্যান ইন্ডিয়া স্টার প্রভাস অভিনীত কল্কি ২৮৯৮ এডি শীর্ষস্থান দখল করেছে। এ বিষয়ে পরিচালক নাগ অশ্বিন বলেছেন, ‘কল্কি ২৮৯৮ এডি-এর IMDb-এর সবচেয়ে জনপ্রিয় ভারতীয় সিনেমা হওয়ার খবর সত্যিই চমকে দেওয়ার মতো। দর্শকদের অমূল্য ভালবাসা ও সমর্থনের ফল। তালিকার শীর্ষে থাকাটা আমাদের জন্য এক বড় সম্মান।’
7 days ago
1 week ago
1 week ago
শুরু হল বাংলা সঙ্গীতমেলা ২০২৫ - NewszNow
শুরু হল বাংলা সঙ্গীতমেলা ২০২৫ NewszNow বাংলা -1 week ago
1 week ago