স্বাস্থ্য বিভাগে ফিরে যান

ময়নাতদন্তে ‘সন্তুষ্ট’ হয়েও কিসের আন্দোলন জুনিয়র ডাক্তারদের?

সেপ্টেম্বর 30, 2024 | 2 min read

আরজি কর হাসপাতালেই তরুণী ডাক্তারের দেহের ময়নাতদন্ত করতে হবে। এছাড়া আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সেমিনার রুম লাগোয়া ঘরে সংস্কারের জন্য যে প্রস্তাব গৃহীত হয়েছিল তাতে তিনজন নার্স ও তিনজন জুনিয়র ডাক্তারের স্বাক্ষর ছিল। এমনই দুটি নথি দেখিয়ে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ আনলেন তৃণমূলের একাংশ।অভয়ার ময়নাতদন্তে যাতে সব নিয়ম মতো হয় এবং এসওপি বা স্ট্যান্ডার্ড অপারটিং প্রসিডিওর বজায় থাকে, সেজন্য ৯ আগস্ট একটি টিম গঠন করেছিলেন জুনিয়র ডাক্তাররা। ঠিক হয়েছিল, সেই টিমের সদস্যরা উপস্থিত থাকবেন ময়নাতদন্তের সময়। কোনওরকমের গণ্ডগোল চোখে পড়লেই যাতে সঙ্গে সঙ্গে তাঁরা প্রতিবাদ করতে পারেন। সেইমতো পাঁচজন জুনিয়র ডাক্তার অংশ উপস্থিত ছিলেন অভয়ার ময়নাতদন্তের সময়। তাঁদের হাজির থাকার কথা স্বীকার এবং ময়নাতদন্তে ‘সন্তোষ’ জানিয়ে সই করা জুনিয়র ডাক্তারদের সেই নথিই প্রকাশ্যে এসে গিয়েছে। আর জি কর কাণ্ডে নাগরিক সমাজ যখন পড়ুয়াদের দাবিকে সম্মান জানিয়ে পথে নেমেছে, তখনই প্রশ্ন উঠে গিয়েছে এই ঘটনাক্রম নিয়ে।

নজর করার মতো বিষয় হল, ময়নাতদন্ত চলাকালীন নিজেদের উপস্থিতির কথা উল্লেখ করে যে নথিতে নাম লিখে জুনিয়র ডাক্তাররা সই করেছেন, তা নিয়ে আন্দোলনে কোনও উচ্চবাচ্যই নেই! শুধু তাই নয়, পাঁচ জুনিয়র ডাক্তার দ্ব্যর্থহীন ভাষায় উল্লেখ করেছেন, তাঁরা ময়াতদন্ত নিয়ে ‘সন্তুষ্ট’। সেখানে তাঁদের সইও রয়েছে। কী লেখা ছিল সেই নোটে? ‘উই ওয়্যার প্রেজেন্ট ডিউরিং অটপ্সি’ এবং ‘উই আর স্যাটিসফায়েড।’ মানে লিখিতভাবে জুনিয়র ডাক্তারদের একাংশ জানিয়ে দিয়েছেন, তাঁরা ময়নাতদন্তকালে উপস্থিত ছিলেন এবং ময়নাতদন্ত নিয়ে সন্তুষ্ট। যে অভয়ার ধর্ষণ-খুনের বিচার চেয়ে আন্দোলনকারীরা পথে নেমেছিলেন, ঘটনার দিন তাঁদের ভূমিকা উল্টো ছিল কেন? আর যদি ময়নাতদন্তে তাঁদের গলদ নজরে এসেই থাকে, নথিতে সই তাঁরা কেন করলেন? সই করতে যদি তাঁদের বাধ্য করা হয়ে থাকে, আন্দোলনের সময় তার পর্দাফাঁস তাঁরা করেননি কেন?

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মাঙ্কিপক্সে দ্বিতীয় আক্রান্তের খোঁজ কেরালায়
FacebookWhatsAppEmailShare
৫০ লক্ষ টাকা উড়েছে জুনিয়ার ডাক্তারদের আন্দোলনে!
FacebookWhatsAppEmailShare
মাঙ্কিপক্স সম্পর্কে সচেতনতা তৈরি করতে পরামর্শ দিল স্বাস্থ্য মন্ত্রক
FacebookWhatsAppEmailShare