রাজনীতি বিভাগে ফিরে যান

করজোড়ে মুখ্যমন্ত্রী তাও জুনিয়র ডাক্তারদের দাবি স্ক্রিন টাইম

সেপ্টেম্বর 14, 2024 | < 1 min read

নিজেদের ৫ দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সময় চেয়ে ইমেল পাঠিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। তাতে উত্তর দিয়ে মুখ্যসচিব জানান, সন্ধে ৬টায় কালীঘাটের বাড়িতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরই ডাক্তাররা জানান নবান্নে যাওয়া ৩০ জনের প্রতিনিধি দল নিয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে যাচ্ছেন। জুনিয়র ডাক্তাররা বলেন, ‘মুখ্যমন্ত্রী হয়তো ভেবেছিলেন, বাড়িতে ডাকলে আমরা যাব না। কিন্তু আমরা সেখানেই যাব। আমাদের পাঁচ দাবি ওঁর বাড়িতে গিয়েই ওঁকে শুনিয়ে আসব।’এর আগে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে গিয়েও শেষমেশ ফিরে আসেন জুনিয়র ডাক্তাররা। শনিবার সন্ধেয় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েও সেই বৃষ্টিতে ভিজতে ভিজতে তাঁরা একই দাবি করেন, বৈঠকের ভিডিও রেকর্ডিং সরকার যেমন করছে, তেমনই তাঁরাও করবে।

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “লক্ষী ভাইবোনরা তোমরা বাইরে দাঁড়িয়ে ভিজো না। ভিতরে এসো। তোমরা তো মিটিংয়ে আসার আগে বলোনি যে লাইভ স্ট্রিমিং করতে হবে বা ভিডিও রেকর্ডি করতে হবে। তোমাদের চিঠিতে তো লেখা ছিল না। আমরা যে চিঠি দিয়েছিলাম তাতেও লেখা ছিল না। এর আগেও তোমাদের জন্য তিন দিন অপেক্ষা করেছি। আজও দু’ঘণ্টা ধরে অপেক্ষা করালেন আমাকে। আপনারা আমাকে এত অসম্মান কেন করছেন?ন্দোলনকারীরা যে চিঠি দিয়েছিল, তাতে সরাসরি সম্প্রচারের কথা ছিল না। তাঁর কথায়, ‘‘যদি না-ই আসো তা হলে চিঠি দিলে কেন? আমাকে অসম্মান করছ। এর আগেও আমি তিন দিন অপেক্ষা করে বসে থেকেছি। রাজনীতি ভুলে যাও। মানুষের স্বার্থে এসো, কথা বলো। মিনিটস সই করে দেব, আমাদের তরফে একজন সই করবে, তোমাদের তরফেও এক জন সই করবে। তোমরা যদি কথা বলতে না চাও, বৈঠক না করো, অন্তত এক বার ভিতরে এসে চা খেয়ে যাও।”

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

সমাজমাধমে ‘কিউআর কোড’ দিয়ে ইন্দিরা জয় সিং এর পারিশ্রমিক চাওয়া হচ্ছে
FacebookWhatsAppEmailShare
‘এক দেশ এক ভোট’ এর বিরুদ্ধে ইন্ডিয়া জোট
FacebookWhatsAppEmailShare
জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আহ্বান অভিষেকের
FacebookWhatsAppEmailShare