NEWSZNOW বাংলা

১২ ফেব্রুয়ারী, ২০২৫ ...

বাংলা ENGLISH

দেশ বিভাগে ফিরে যান

জেপিসিতে পাশ ওয়াকফ বিল: সংসদে ভোটাভুটির পথে বিতর্কিত সংশোধনী

জানুয়ারি 28, 2025 < 1 min read

বিরোধীদের আপত্তি এবং বিরোধিতা উপেক্ষা করেই জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে (জেপিসি) পাশ হয়ে গেল ওয়াকফ সংশোধনী বিল। প্রায় ৫০০টি সংশোধনীর উপদেশ দেওয়া হলেও বিরোধীদের একটিও কথা মেনে নেওয়া হয়নি, যার উল্টোদিকে বিজেপির পক্ষে আনা ১৪টি সংশোধনী মেনে নিয়ে তা অন্তর্ভুক্ত করা হয়েছে বিলের।

হইহট্টগোলের মধ্যে ১৬-১০ ভোটে জয়লাভ করে শাসক শিবির, যার জেরে যৌথ সংসদীয় কমিটিতে পাশ হয় বিলটি। তৃণমূল কংগ্রেস সাংসদ এবং প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটিকে গণতন্ত্রের নামে প্রহসন বলে আখ্যায়িত করেছেন।

এর আগে কল্যাণ সহ ১০জন সদস্য সাংসদকে জেপিসি থেকে সাসপেন্ড করা হলেও সোমবারের বৈঠক নিয়ে কল্যাণ দাবি করেন যে তা শুরু হওয়ার ৪১ মিনিট আগে সংশোধনীর তালিকা সংক্রান্ত নথি হাতে পেয়েছেন তিনি, যার ফলে তাঁর পক্ষে প্রস্তাবিত সংশোধনী পর্যালোচনা করাই সম্ভব হয়নি।

কমিটির চেয়ারম্যানকে লেখা চিঠিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, সোমবার সকালে ১১টা থেকে বিলের ধারা ধরে আলোচনা হওয়ার কথা বৈঠকে, কিন্তু বিলে কোন কোন সংশোধনী আনা হয়েছে, তার তালিকা তাঁর কাছে এসে পৌঁছেছে সকাল ১০টা ১৯ মিনিটে, যার ফলে তাঁর পক্ষে সব ক’টি প্রস্তাবিত সংশোধনী ভাল করে পড়াই সম্ভব হয়নি। তিনি আরো জানিয়েছেন যে বিষয়টি নিয়ে খুবই তাড়াহুড়ো করা হচ্ছে এবং একেবারেই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না।

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

নির্বাচনের পর ইভিএম-এর তথ্য মোছা যাবে না, নির্বাচন কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

FacebookWhatsAppEmailShare

জনগণনায় দেরি, রেশন বিহীন ১৪ কোটি, তোপ সোনিয়ার

FacebookWhatsAppEmailShare

মৃতপ্রায় রেডিও ক্রিকেট কমেন্ট্রিকে বাঁচিয়ে তোলার আর্জি তৃণমূল সাংসদের

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...