কলকাতা বিভাগে ফিরে যান

জামাইষষ্ঠীতে আকাশছোঁয়া বাজারদর

মে 25, 2023 | < 1 min read

Image courtesy: Sonar Tori

বাঙালির উৎসব মানেই ভুরিভোজ আর তা যদি হয় জামাইষষ্ঠী তাহলে তো কথাই নেই। তবে ছেঁকা দিচ্ছে বাজার দর (Jamai Sasthi 2023 Market Rate)। ফল-সবজি থেকে মাছ মাংস সবেরই দাম প্রায় মধ্যবিত্তের নাগালের বাইরে।

মাছের দর:

• এক কেজি ওজনের পদ্মার ইলিশের দাম ২০০০ টাকা কেজি। তার থেকে কম ওজনের ইলিশের দাম ১৫০০-২০০০ টাকা।

কাটা চিতল মাছ বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি দরে।

বড় আকারের গলদা চিংড়ি সর্বোচ্চ ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ছোট ও মাঝারি আকারের চিংড়ি ৮০০-১০০০ টাকা কেজি দরে, বাগদা চিংড়ি প্রতি কিলো ৭০০-৮০০ টাকা।

পাবদা ৪০০-৪৫০ টাকা/কেজি, পার্শে ৩৫০-৪০০ টাকা আর ভেটকি মাছ প্রতি কিলো ৫০০-৫৫০ টাকা, মাঝারি থেকে বড় মাপের পমফ্রেট মাছ বিক্রি হচ্ছে ৫৫০-৭০০ টাকা কিলো।

মাংসের দর: গোটা মুরগির মাংস প্রতি কিলো ১৩০-১৪৫ টাকা, কাটা মুরগির মাংসের দাম ২৪০-২৫০ টাকা কিলো। আর খাসির মাংস ৭২০-৮০০ টাকা কিলো।

ফলের দাম: ল্যাংড়া, হিমসাগর, ফজলি ৬০-৮০ টাকা কেজি থেকে বেড়ে এখন ১০০-১৫০ টাকা পড়ি কেজি বিক্রি হচ্ছে।

শেষ পাতের মিষ্টি: কম দামের কোন মিষ্টি এখন আর মেলে না। ৬-৮ টাকা পিস রসগোল্লা এখন অতীত। ভদ্রস্থ মাপের রসগোল্লার দাম শুরু হচ্ছে ১০ টাকা থেকে। সরপুলি, রসমালাই, ক্ষীর কদম, জলভরা সন্দেস, মালাই চপ— সবেরই দাম অন্তত ১৫-২০ শতাংশ বেড়েছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

অভয়ার বিচার চাওয়া প্রতিবাদীর অ্যাকাউন্টে ১.৭ কোটি, ঠিকানা আর জি কর হস্টেল
FacebookWhatsAppEmailShare
দুর্গাপুজোয় বই বিক্রিতেও আবারো শূন্য সিপিএম
FacebookWhatsAppEmailShare
শিয়ালদহ ESI হাসপাতালে আগুন
FacebookWhatsAppEmailShare