দেশ বিভাগে ফিরে যান

ধর্ষণ ও খুনের আসামি রাম রহিমকে ৬ বার প্যারোলে মুক্তি দেওয়া জেল আধিকারিক বিজেপির প্রার্থী হলো

সেপ্টেম্বর 5, 2024 | < 1 min read

একসময়ে সুনীল সাংওয়ান সুনারিয়া সংশোধানাগারের সুপার ছিলেন। তাঁর আমলেই ৬ বার প্য়ারোলে মুক্তি পেয়েছিলেন ধর্ষণ ও খুনে সাজাপ্রাপ্ত গুরমিত রাম রহিম। চাকরি ছেড়ে সেই সুনীল সাংওয়ান এবার যোগ দিলেন বিজেপিতে। শুধু তাই নয়, হরিয়ানায় আসন্ন বিধানসভা ভোটে তিনি প্রার্থীও হতে পারেন। সূত্রের খবর তেমনই।সামনেই বিধানসভার ভোট রয়েছে হরিয়ানায়। আসন্ন নির্বাচনে তাঁর পদ্মের টিকিট পাওয়ার সম্ভাবনাও প্রবল। সূত্রের খবর, হরিয়ানার চড়খি দাদরি বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়তে পারেন তিনি। দু’দিন আগেই গুরুগ্রাম জেলা সংশোধনাগারের সুপার পদ থেকে স্বেচ্ছাবসর ঘোষণা করেছেন তিনি। উল্লেখ্য, দুই দশকের কর্মজীবনে পাঁচ বছর সুনারিয়া জেলের দায়িত্বে ছিলেন সুনীল।কংগ্রেস জমানায় সুনীলের বাবা সতপাল সাংওয়ান মন্ত্রী হয়েছিলেন। তিনিও মাস দুয়েক আগেই বিজেপিতে গেছেন। রাম রহিম এখনও পর্যন্ত ১০ বার জেল থেকে মুক্তি পেয়েছেন। কখনও প্যারোলে, তো কখনও বিশেষ কারণে। তার মধ্যে ছ’বারই এই ঘটনা ঘটেছে সাঙ্গন জেল সুপার থাকাকালীন।সোমবার, বিজেপিতে যোগ দেন সুনীল। সঙ্গে প্রাক্তন জেপিপি নেতা দেবেন্দ্র সিং বাবলিও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিয়ানায় বিজেপির রাজ্য় সভাপতি মোহনলাল বাদুলি, ত্রিপুরার প্রাক্তন মুখ্য়মন্ত্রী বিপ্লব দেব-সহ দলের শীর্ষস্থানীয় নেতারা।সুনীল সাংওয়ান বলেছেন, বিজেপির নীতি ও নরেন্দ্র মোদীর কাজে অনুপ্রাণিত তিনি। সেকারণেই বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মাঙ্কিপক্স সম্পর্কে সচেতনতা তৈরি করতে পরামর্শ দিল স্বাস্থ্য মন্ত্রক
FacebookWhatsAppEmailShare
আধার কার্ড,প্যান কার্ডের তথ্য ফাঁস রুখতে ব্যবস্থা নিল কেন্দ্রীয় সরকার
FacebookWhatsAppEmailShare
বোকারোর কাছে ফের লাইনচ্যুত মালগাড়ি
FacebookWhatsAppEmailShare