দেশ বিভাগে ফিরে যান

রাজ্যসভায় আরএসএস এর প্রশংসায় জগদীপ ধনখড়

আগস্ট 2, 2024 | < 1 min read

উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় রাজ্যসভায় আরএসএসের প্রশংসা করেছেন। যা নিয়ে তৃণমূল ও কংগ্রেস-সহ বহু বিরোধী দল আপত্তি করেছে। বিরোধী শিবির একসঙ্গে প্রশ্ন তুলেছে, গোটা সরকারি ব্যবস্থা আরএসএস সম্পর্কে কেন এত স্পর্শকাতর হয়ে পড়ছে? জয়রাম রমেশ বলেছেন, ‘‘আরএসএস-কে যে ভাবে সম্প্রতি শংসাপত্র দেওয়া হচ্ছে, তা দেখে সবথেকে বেশি আতঙ্কিত হতেন সর্দার বল্লভভাই পটেল। তাঁর স্বরাষ্ট্রমন্ত্রী থাকার সময়ে একাধিক নথি থেকে স্পষ্ট যে, তিনি আরএসএসের দেশবিরোধী, সংবিধান বিরোধী, হিংস্র চরিত্র নিয়ে আতঙ্কিত ছিলেন।’’

তৃণমূলের রাজ্যসভায় দলনেতা ডেরেক ও’ব্রায়েন বলেছেন, ‘‘বিজেপি-সঙ্ঘের বর্তমান নেতৃত্ব আরএসএসের মতাদর্শের প্রতি দায়বদ্ধ। এই মতাদর্শ আরএসএসের প্রতিষ্ঠাতা এম এস গোলওয়ালকরের মেরুকরণের চিন্তাভাবনার উপরে চলে। নরেন্দ্র মোদী গোলওয়ালকরকেও ছাপিয়ে যেতে চাইছেন।’’আবার কপিল সিব্বল বলেছেন, ‘‘চেয়ারম্যানের পদে বসে ধনখড়ের এই মন্তব্য প্রথাবিরুদ্ধ। ধনখড়ের কথা রাজ্যসভার মত নির্দেশ করে। এই সব কথা কোনও সাংসদ বলতে পারেন, চেয়ারম্যান নন।’’

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মন্দির হোক আর দরগা বা মসজিদ, পাবলিকের রাস্তা দখল করলে উচ্ছেদ হতে হবেই: সুপ্রিম কোর্ট
FacebookWhatsAppEmailShare
মণিপুরে বিতর্কিত আফস্পার মেয়াদ বাড়াল কেন্দ্র
FacebookWhatsAppEmailShare
‘সব জরুরি কাজই করবেন জুনিয়র ডাক্তারেরা’, মন্তব্য প্রধান বিচারপতির
FacebookWhatsAppEmailShare