বাংলা বিভাগে ফিরে যান

রুপোকালী মায়ের আরাধনার মধ্যে দিয়ে নদিয়ার শান্তিপুরের জগদ্ধাত্রী পুজো উৎসব শুরু

নভেম্বর 8, 2024 | < 1 min read

নদিয়ার শান্তিপুরে সূত্রাগরের জগদ্ধাত্রী পুজোর সময়ে চলে মা কালীর আরাধনা, যে কালী রুপোকালী নামে পরিচিত।এখানে দেবী কালীকেই জগদ্ধাত্রী রূপে আরাধনা করা হয়। দীপাবলি পেরিয়ে এসে এ যেন এক ব্যতিক্রমী কালীপুজো।প্রত্যেক বছর জগদ্ধাত্রী পুজো শুরু হওয়ার ঠিক আগের মঙ্গল বা শনিবার থেকে শুরু হয় এই রুপোকালীর পুজো। প্রায় এক সপ্তাহ ধরে চলে দেবীর আরাধনা।রূপোকালী মা খুব জাগ্রত , দুরদুরান্ত থেকে দেবীর দর্শন করতে আসেন অগণিত ভক্তমণ্ডলী।

হাজার হাজার ভক্তরা এই সময় উপস্থিত হন দেবীর দর্শনে নিজেদের মনস্কামনা পূরণের আশায়। মা রূপো কালী তার কোনো ভক্তকে খালি হাতে ফেরান না বলেই বিশ্বাস ভক্তবৃন্দদের। রূপোকালি বলার পেছনে অন্যতম কারণ আছে সেটি হল মাকে সম্পূর্ণ রুপোর গহনায় সাজিয়ে তোলা হয়। প্রত্যেক বছর কেজি কেজি সোনা এবং রুপো দিয়ে সাজানো হয় কালীকে, যা দেখার জন্য ভক্তদের ঢল নামে। সারা রাত ধরে চলে দেবীকে গয়না পরানোর কাজ।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

আজব রীতি, জগদ্ধাত্রী পুজোর ভোগ কাঁচা মাংস ও মণ্ডা
FacebookWhatsAppEmailShare
চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা
FacebookWhatsAppEmailShare
কৃষ্ণনগরের একমাত্র ব্যতিক্রমী জগদ্ধাত্রী পুজো নুড়িপাড়া বারোয়ারি
FacebookWhatsAppEmailShare