ইরানে এয়ারস্ট্রাইক ইজরায়েলের, তেহরান-সহ বিভিন্ন শহরে বোমা হামলা
ভয়ংকর যুদ্ধের দামামা বাজল ইরান ও ইজরায়েলের মধ্যে! তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার বদলা নিতে ফুঁসছিল ইহুদি দেশটি। এবার ইরানের সেনাঘাঁটি লক্ষ্য করে সরাসরি আঘাত হানল ইজরায়েল। শনিবার ইজরায়েলি সেনার একের পর এক বোমাবর্ষণে কেঁপে ওঠে ইরানের রাজধানী তেহরান-সহ একাধিক এলাকা।হামলার দায় স্বীকার করে ইজরায়েল জানিয়েছে, গত কয়েক মাস ধরে ইরানের লাগাতার হামলার জবাব দিতে শুরু করেছে তারা। তাদের প্রাথমিক লক্ষ্য ইরানের সামরিক ঘাঁটি। এছাড়া, ইরাক এবং সিরিয়াতেও একাধিক বিস্ফোরণ ঘটিয়েছে তেল আভিভ।
ইজরায়েলি ডিফেন্স ফোর্স জানিয়েছে, ইরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ‘নির্দিষ্ট’ কিছু হামলা চালাচ্ছে তারা। এদিন ভোররাত থেকে হামলা হয়েছে তেহরান এবং সংলগ্ন এলাকায়। কী ধরনের বিস্ফোরণ, তা এখনও স্পষ্ট নয়।
ইজরায়েলি সেনা এক বিবৃতিতে বলেছে, ‘ইরান থেকে ইজরায়েলের বিরুদ্ধে অনবরত যে আক্রমণ আসছে, তার জবাবে ইজরায়েলের সেনাবাহিনী এখন ইরানের কিছু সামরিক ঘাঁটি লক্ষ্য করে নির্দিষ্ট হামলা চালাচ্ছে।’ প্রসঙ্গত, গত ১ অক্টোবর ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। অন্তত ১৮০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল তেল আভিভকে লক্ষ্য করে। সেই সময়ে লেবাননে ‘গ্রাউন্ড অপারেশন’ শুরু করেছিল ইজরায়েলি সেনা। তারই জবাবে ইরান হামলা চালায় ইজরায়েলে। এবার সরাসরি ইরানে প্রত্যাঘাত শুরু করল ইজরায়েল। ইজরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, ইজরায়েল এবং সে দেশের জনগণকে রক্ষা করার জন্য যা করা দরকার, তারা সেটা করবে। বিশ্বের অন্যান্য দেশের মতো ইজরায়েলেরও জবাব দেওয়ার অধিকার আছে।