NEWSZNOW বাংলা

March 17, 2025, Monday 23:55:32

বাংলা ENGLISH

দেশ বিভাগে ফিরে যান

দুর্নীতির তালিকায় লজ্জাজনক জায়গায় ভারত?

ফেব্রুয়ারি 13, 2025 < 1 min read

দুর্নীতি-সূচকে একলাফে তিন ধাপ পিছিয়ে গেল ভারত। ক্ষমতায় আসার পর থেকেই দেশবাসীকে দুর্নীতিমুক্ত ভারতের স্বপ্ন দেখিয়ে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি হোক বা রাজনৈতিক কর্মশালা— সর্বত্রই দুর্নীতি রোধের কথা বলতে শোনা যায় প্রধানমন্ত্রী এবং তাঁর মন্ত্রিসভার সদস্যদের। ২০২৪ সালের সূচক অনুযায়ী ভারত ১৮০টি দেশের মধ্যে ৯৬ নম্বরে অবস্থান করছে । একশোর মধ্যে পেয়েছে ৩৮ পয়েন্ট। একবছর আগে এক পয়েন্ট বেশি পেয়ে অবস্থান ছিল ৯৩ নম্বরে। ট্রান্সপ্যারান্সি ইন্টারন্যাশনালের দেওয়া তালিকা অনুযায়ী দুনিয়ার সবচেয়ে বেশি দুর্নীতি হয় দক্ষিণ সুদানে। আর সবথেকে কম দুর্নীতি হয় ডেনমার্কে । তাছাড়া এই তালিকায় আরও বলা হয়েছে, ভারতের চেয়ে কম দুর্নীতি হয় ভুটানে। ভুটানের প্রাপ্ত নম্বর ৭২। ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে পাকিস্তান রয়েছে ১৩৫-এ, শ্রীলঙ্কা রয়েছে ১২১-এ, বাংলাদেশ রয়েছে ১৪৯-এ ও চিন রয়েছে ৭৬-এ। দুর্নীতি বেড়েছে আমেরিকায়। তালিকায় আমেরিকার স্থান ২৮ নম্বরে। গত বার তারা ২৪ নম্বরে ছিল।প্রসঙ্গত, বিশ্বব্যাঙ্ক, আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, আইএমডি বিজনেস স্কুলের মতো আর্থিক সংস্থার থেকে থেকে তথ্য সংগ্রহ করে ‘করাপশন পারসেপশন ইনডেস্ক’ তৈরি করে জার্মান সংস্থা ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল’। অর্থনৈতিক স্বচ্ছতা নিয়ে সমীক্ষা চালিয়ে এই রিপোর্ট তৈরি করা হয়।

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

ট্রেনের তলায় কাটা পড়ছে বাংলা: বরাদ্দ কমাচ্ছে কেন্দ্র

FacebookWhatsAppEmailShare

আইপিএলকে টক্কর দিতে আসরে সৌদি আরব

FacebookWhatsAppEmailShare

আইপিএলের উদ্বোধনে শ্রদ্ধা কাপুর,অরিজিৎ সিং ও বরুণ ধাওয়ানের নাম নিয়ে চর্চা

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...