খেলাধুলা বিভাগে ফিরে যান

টাকা উড়লো আইপিএলের মিনি-অকশনেও

ডিসেম্বর 24, 2022 | < 1 min read

আইপিলের ছোট অকশনেও ভেঙে গেল সব রেকর্ড।

মোট ৪০৫ ক্রিকেটার নিলামে উঠেছিলেন – ২৭৩ জন ভারতীয় ও ১৩২ জন বিদেশি। কেনা যেত ৮৭ জনকে। বিক্রি হয়েছেন ৮০ জন। খরচ – ১৬৭ কোটি টাকা।

চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, গুজরাত টাইটান্স, লখনউ সুপার জায়ান্টস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদ নিজের সম্পূর্ণ ২৫ জনের স্কোয়াড তৈরি করে ফেলেছে। মুম্বাইয়ের রয়েছে ২৪ জন ও কেকেআর ও পঞ্জাব কিংসের রয়েছে মাত্র ২২ জন সদস্য। কলকাতা তাদের ৮জন বিদেশির কোটা পূর্ণ করে ফেললেও পঞ্জাব দলে এক জন কম বিদেশি রয়েছে।

সব রেকর্ড ভেঙে ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারেনের দাম উঠল ১৮ কোটি ৫০ লক্ষ টাকা, যা আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি। কারেন ছাড়া হ্যারি ব্রুক ও বেন স্টোকস পেলেন ১৭ কোটি ৫০ লক্ষ ১৬ কোটি ২৫ লক্ষ টাকা দাম।

টি২০ বিশ্বকাপ জেতার পর ইংল্যান্ডের অলরাউন্ডারদের দাম চড়চড় করে বেড়েছে।

প্রথম থেকে তেমন কাউকে না কিনলেও শেষে ১.৫ কোটি টাকায় শাকিব আল-হাসানকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। লিটন দাস, ডেভিড উইজ়ারদেরও কিনেছে কলকাতা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

নভেম্বরেই আইপিএল নিলাম
FacebookWhatsAppEmailShare
বাংলাদেশ টেস্টে প্রথম একাদশে কে, ইঙ্গিত রোহিতের
FacebookWhatsAppEmailShare
কীভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারে ভারত?
FacebookWhatsAppEmailShare