দেশ বিভাগে ফিরে যান

ইউক্রেনে গুলিবিদ্ধ ভারতীয় পড়ুয়ার ক্ষোভ, সরকার কোথায়

মার্চ 7, 2022 | < 1 min read

২৭শে ফেব্রুয়ারি, কিয়েভ ছাড়তে গিয়ে চেকপয়েন্ট থেকে ফিরে আসার সময় তিনটি গুলিতে বিদ্ধ হন ভারতীয় পড়ুয়া হরজ্যোৎ সিং, এবং বেশ কিছু ঘন্টা সেই অবস্থাতে পড়ে থাকার পর যায় অ্যাম্বুলেন্স তাকে উদ্ধার করে।

প্রায় এক সপ্তাহ ধরে হরজ্যোতের ঠিকানা ইউক্রেনের কিয়েভ সিটি হাসপাতাল।

মাত্র ২০ মিনিট দূরে ভারতীয় দূতাবাস, কিন্তু বারবার ফোন করা সত্ত্বেও সেখান থেকে কোনও সাড়া মেলেনি।

এই নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন এই পড়ুয়া, বলেছেন, “গুলি খেয়ে পড়ে রয়েছি। সরকার কোথায়? আমার মৃত্যুর পর চার্টার প্লেন পাঠিয়ে লাভ কী?”

ভিডিও কলে হরজ্যোতের এই ক্ষোভ শুক্রবার সকাল থেকে ছড়িয়ে পড়েছে সংবাদমাধ্যমে।

মোদী সরকার অবশ্য তাতে বিশেষ কর্ণপাত করছেন না।

এরই মাঝে কেন্দ্রীয় মন্ত্রী তথা অবসরপ্রাপ্ত সেনাপ্রধান ভি কে সিং জানিয়েছেন, ‘আজ আমরা খবরটা শুনেছি। যুদ্ধে এমনটা হয়েই থাকে।’

সরকারে এহেন উদাসীন মনোভাবে ক্ষোভ বাড়ছে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের মধ্যে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মমতার দাবির পরই বড় সিদ্ধান্ত কেন্দ্রের,স্বাস্থ্য ও জীবন বিমায় উঠে যাচ্ছে জিএসটি
FacebookWhatsAppEmailShare
বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare