বাংলা বিভাগে ফিরে যান

শিশু মৃত্যুর হার ফের কমল বাংলায়

নভেম্বর 14, 2021 | < 1 min read

স্বাস্থ্যক্ষেত্রে ভালো কাজের সুফলস্বরূপ শিশুমৃত্যুর হার ফের কমল রাজ্যে।

দেশে সেরার তালিকায়, বাংলা এখন চতুর্থ স্থানে।

২০১১ সালে ক্ষমতায় আসার পরই শিশু মৃত্যুরোধে কমিটি গড়া, একের পর এক এসএনসিইউ, নিকু, পিকু চালু করা, মাদার অ্যান্ড চাইল্ড হাব তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

স্বাস্থ্যক্ষেত্রে জাতীয় স্তরের মূল্যায়নের অন্যতম সূচক হল এসআরএস বা স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম বুলেটিন।

অক্টোবর ২০২১-এর এসআরএস বুলেটিন অনুযায়ী, রাজ্যে শিশু মৃত্যুর হার কমে হয়েছে ২০। গ্রাম বাংলায় এই হার ২১। শহরাঞ্চলে ১৮।

২০১৮ সালের মূল্যায়ণে, বাংলায় শিশুমৃত্যুর হার ছিল ২২। গ্রামাঞ্চলে ২২। শহরাঞ্চলে ২০।

এসআরএস-এর বর্তমান ফলাফলের নিরিখে দেশের ১৯টি বড় রাজ্যের মধ্যে বাংলা বর্তমানে রয়েছে চতুর্থ স্থানে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রবিবারের মধ্যেই বঙ্গে ১০০ কোম্পানি কেন্দ্রীয়বাহিনী, সব বুথে হবে ওয়েবকাস্টিং
FacebookWhatsAppEmailShare
আরও দেড় লক্ষ মানুষ বার্ধক্য ভাতার আওতায়, রাজ্যের খরচ ১২৬ কোটি
FacebookWhatsAppEmailShare
আর জি কর আন্দোলনের ‘প্রতিবাদী’ মুখ ডাঃ অভিজিৎ চৌধুরী সারদার টাকা নিয়েছিলেন?
FacebookWhatsAppEmailShare