আনাজের চড়া দাম, ১৪ মাসে খুচরো মূল্যবৃদ্ধির পরিমাণ সর্বোচ্চ
উদ্বেগ বাড়াচ্ছে খুচরো মূল্যবৃদ্ধি। অক্টোবরে ভারতে খুচরো মূল্যবৃদ্ধি ছুঁয়েছে ৬.২১ শতাংশ। লাফ দিয়েছে খাদ্যদ্রব্যের দামও। ভারতের রিজার্ভ ব্যাঙ্কের তরফে মূল্যবৃদ্ধির সর্বোচ্চ সীমা বা আপার টলারেন্স লেভেল বেঁধে দেওয়া হয়েছিল ৬ শতাংশে, সেই সীমাও ভেঙে গেল।মঙ্গলবার স্ট্যাটিস্টিক্স এবং প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন মন্ত্রকের তরফে যে তথ্য সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি দাঁড়িয়েছে ১০.৮৭ শতাংশ। সবচেয়ে দাম বেড়েছে আনাজের। কাঁচা সবজির মূল্যবৃদ্ধি দাঁড়িয়ে ৪২.১৮ শতাংশ। পরিসংখ্যান বলেছে, গ্রামীণ এলাকায় সামগ্রিক মূল্যবৃদ্ধি দাঁড়িয়ে ৬.৬৮ শতাংশ এবং শহর এলাকায় ৫.৬২ শতাংশে।
দাম বেড়েছে আবাসেও। অক্টোবরের পরিসংখ্যান দেখাচ্ছে, Year-On-Year এ আবাস ক্ষেত্রে দাম বেড়েছে ২.৮১ শতাংশ। যদিও এটা শুধুমাত্র শহর এলাকার তথ্য নিয়েই তৈরি হয়েছে। ২০২৩ সালের জুলাইয়ের পর এতটা বৃদ্ধির কথা জানা গিয়েছে এনএসও-র রিপোর্টে। উল্লেখ্য, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মূল্যবৃদ্ধির সর্বোচ্চ সীমার নির্দেশককেও ছাড়িয়ে গিয়েছে। গ্রামীণ এবং নগর এলাকায় মূল্যবৃদ্ধির হার ৬.৬৮ শতাংশ এবং ৫.৬২ শতাংশ হয়েছে। এ মাসেই আরবিআই রেপো রেট অপরিবর্তিত রেখেছিল সাড়ে ৬ শতাংশে। শস্য, সব্জি এবং অন্যান্য খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে না আনতে পারলে খুচরো পণ্যে মূল্যবৃদ্ধির হার কমানো কঠিন হবে বলে অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন। এমন পরিস্থিতি হলে নেতিবাচক প্রভাব পড়তে পারে শেয়ার বাজারে।