বিশ্বের বাঘ মানচিত্রে আরও উজ্জ্বল হলো ভারতের অবস্থান
২০১৮ থেকে ২০২২ এই চার বছরে কমপক্ষে ২০০টি বাঘ বেড়ে দেশের জঙ্গলে তার সংখ্যা দাঁড়িয়েছে ৩১৬৭টি।
২০১৮ শুমারিতে দেশে ২৯৬৭টি বাঘের অস্তিত্ব মিলেছিল, এই বর্ধিত সংখ্যার ফলেই বিশ্বের মুক্ত জঙ্গলের মোট বাঘের ৭৫% এখন ভারতে। আগে তা ছিল ৭০%।
জোড়া খুশির খবর বাংলার জন্যও। কারণ সুন্দরবন ও বক্সা- বাঘ মানচিত্রে দুই নামই উঠেছে।
কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী, সুন্দরবন ল্যান্ডস্কেপে কমপক্ষে ১০০টি বাঘের সন্ধান মিলেছে, ২০১০ সালে এই সংখ্যাটা ছিল ৭০।