এশিয়ান গেমসে ভারতকে সোনা জেতালেন বাংলার তিতাস সাধু
১০ মিটার এয়ার রাইফেলের ব্যাক্তিগত ইভেন্টে ভারতের ঐশ্বরিয়া প্রতাপ সিং তোমর ব্রোঞ্জ জিতেছেন। মহিলাদের ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে হারালেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানারা।
মন্ধানা ও জেমাইমার মধ্যে ৭৩ রানের জুটি ভারতকে বড় রানের স্বপ্ন দেখালেও শেষ পর্যন্ত ৪৬ রান করে আউট হয়ে যান মন্ধানা। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৬ রান করে ভারত।
জবাবে প্রথম ওভারেই ১২ রান করেন শ্রীলঙ্কার অধিনায়ক। তবে নিজের প্রথম ওভারেই দুই উইকেট নিয়ে ভারতকে খেলায় ফেরালেন তিতাস। নিজের ৪ ওভারে ৬ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।শেষ ৪ ওভারে শ্রীলঙ্কার জিততে দরকার ছিল ৪০ রান। কিন্তু শেষ পর্যন্ত ৯৭ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। ১৯ রানে ম্যাচ জেতে ভারত।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২টি সোনা, ৩টি রুপো ও ৬টি ব্রোঞ্জ, অর্থাৎ মোট ১১টি পদক নিয়ে হংকংয়ের সঙ্গে যুগ্ম ভাবে পঞ্চম স্থানে রয়েছে ভারত। পদক তালিকার শীর্ষে চিন।