পাকিস্তানকে দুরমুশ করলো ভারত
পরম শত্রুকে খেলার মাঠে নিধন করে জয়ের ধারা বজায় রাখলেন দ্যা মেন ইন ব্লু। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে যেন চললো পাকিস্তানমর্দিনী পর্ব। প্রথমে ব্যাট করতে নেমে ৪২.৫ ওভারে মাত্র ১৯১ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
যথারীতি সর্বোচ্চ রান করেন বাবর আজম, ৫৮ বলে ৫০ রান করেন তিনি। ৬৯ বলে ৪৯ রান করেন রিজওয়ান। বুমরা, সিরাজ, হার্দিক, কুলদীপ, জাদেজা – সবাই দুটি করে উইকেট শিকার করেন।
পাল্টা ব্যাট করতে নেমে যেনো পাকিস্তানের বিরুদ্ধে চিরাচরিত গায়ের ঝাল মেটান ভারত অধিনায়ক রোহিত শর্মা। ৬৩ বলে ৬টি ৬ আর ৬টি ৪ মেরে ঝোড়ো ৮৬ রান করেন তিনি। বিরাট কোহলি আর শুবমন গিল ১৬-১৬ রান করে আউট হন। শ্রেয়স আইয়ার করেন ৫৩ রান। কেএল রাহুলের ব্যাট থেকে বেরোয় ১৯ রান।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ উইকেট নেন শাহীন আফ্রিদি – ২টি। আলী নেন একটি উইকেট। বিশ্বকাপে ভারতকে হারানোর স্বপ্ন, স্বপ্নই থেকে গেলো পাকিস্তানের।