দেশ বিভাগে ফিরে যান

২০৩৬-এ অলিম্পিক্স ও প্যারা-অলিম্পিক্স আয়োজন করতে চায় ভার‍ত

নভেম্বর 6, 2024 | < 1 min read

ভারতের সবথেকে জনপ্রিয় খেলা হল ক্রিকেট। সেই কারণে ক্রিকেটের সমস্ত ফরম্যাটের বিশ্বকাপের আয়োজন করার সুযোগ এসেছে ভারতের কাছে। কিন্তু এখনও পর্যন্ত অলিম্পিক্সের আয়োজন করার সুযোগ আসেনি। তবে এবার শোনা যাচ্ছে যে, ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজন করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ভারতের ক্রীড়া মন্ত্রক। সম্প্রতি, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন ২০৩৬ অলিম্পিক্স ও প্যারাঅলিম্পিক্স আয়োজনের আগ্রহ প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে ‘লেটার অফ ইনটেন্ট’ পাঠিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ফিউচার হোস্ট কমিশনের কাছে। ১ অক্টোবর এই চিঠি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের ব্যাপারে ১০টি দেশ ইচ্ছাপ্রকাশ করেছে। মেক্সিকো, ইন্দোনেশিয়া, তুরস্ক, পোল্যান্ড, মিশর, দক্ষিণ কোরিয়ার সঙ্গে ভারতেরও নাম রয়েছে। হুদিন ধরেই বিষয়টি নিয়ে আলোচনা চলছি। এবার সেই আলোচনাই রূপ পেল বাস্তবের। ভারতে অলিম্পিক্সের আয়োজন নিয়ে অত্যন্ত উৎসাহপ্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু আগ্রহপ্রকাশই নয়। তিনি চলতি বছরের অলিম্পিক্সের আগে ক্রীড়াবিদদের বলেছিলেন, অলিম্পিক্স আয়োজনের খুঁটিনাটি দেখে আসতে। যাতে ভারত অলিম্পিক্স আয়োজন করতে পারে। পিটিআই সূত্রে জানা গিয়েছে, গত ১ অক্টোবর আইওএ লিখিত ভাবে অলিম্পিক্স আয়োজনের ইচ্ছাপ্রকাশ করেছে। গত বছর প্রধানমন্ত্রী প্রথম বার ভারতের অলিম্পিক্স আয়োজনের কথা বলার পর থেকেই শুরু হয়ে গিয়েছিল প্রস্তুতি।২০২৮ সালের অলিম্পিক্স হবে আমেরিকার লস অ্যাঞ্জেলসে।

২০৩২ সালের অলিম্পিক্স আয়োজনের অধিকার পেয়েছে অস্ট্রেলিয়ার ব্রিসবেন।বিশ্বের অন্যতম প্রধান দেশ এখন ভারত। ‘শক্তিধর দেশ’-গুলির তালিকায়ও রাখা হয় ভারতকে বেশ কয়েক বছর ধরেই। অথচ, এখনও অলিম্পিক্স আয়োজনের দায়িত্ব পায়নি এই দেশ। ২০৩৬-এ কি হবে সেই স্বপ্নপূরণ, যা তৈরি করবে নতুন ও বৃহৎ আরও কোনও পরিবর্তনের রূপরেখা? উত্তর দেবে সময়।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

এবার বিরাট-বাবর, বুমরাহ-শাহীন শাহ আফ্রিদি এক টিমে খেলবেন
FacebookWhatsAppEmailShare
কেন্দ্রীয় বঞ্চনা সারের জোগানেও, বিকল্প ভাবনা রাজ্যের
FacebookWhatsAppEmailShare
রণথম্ভোরে আচমকাই উধাও ২৫টি বাঘ, হয়রান বন দফতরও
FacebookWhatsAppEmailShare