খবর বিভাগে ফিরে যান

পিছিয়ে যেতে পারে ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক

জুলাই 30, 2023 | < 1 min read

পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ীই INDIA জোটের তৃতীয় বৈঠকটি মুম্বইতে হলেও, জোটের নেতৃত্বের ব্যস্ততার কারনে আগস্টের বদলে হতে পারে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। বৈঠকটির আয়োজনের দায়িত্বে থাকবেন উদ্ধব ঠাকরে এবং শরদ পওয়ার।

বেঙ্গালুরুতে দ্বিতীয় বৈঠকের পর ঠিক হয়েছিল আগস্টের ২৫-২৬ তারিখে মুম্বইয়ে মিলিত হবেন ইন্ডিয়ার নেতারা। কিন্তু সেসময় জোটের বেশ কয়েকজন নেতা দিতে পারছেন না সময়। সেকারণে ওই মেগা বৈঠক পিছিয়ে করা হতে পারে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে।

বিরোধী জোটের দ্বিতীয় বৈঠক ছিল ১৭ ও ১৮ জুলাই, বেঙ্গালুরুতে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে সেই বৈঠকেই জোটের নাম স্থির হয় INDIA। আর এই নামকরণের পর থেকেই ঘুম উড়েছে বিজেপির। প্রধানমন্ত্রী থেকে বিজেপি সাংসদরা সকলেই নামটি নিয়ে শুরু করেছেন কটাক্ষ।

শোনা যাচ্ছে, এই মুম্বইয়ের বৈঠকেই ঠিক করে ফেলা হবে, বিরোধী জোটের আহ্বায়ক কে হবেন। দৌড়ে আছেন প্রবীণ নেতা শরদ পওয়ার এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেই সঙ্গে কোন কোন রাজ্যে কোন কোন দলের সরাসরি জোটের প্রয়োজন, সেই প্রাথমিক আলোচনাও শুরু হবে এই বৈঠকে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দেরাদুন গণধর্ষণের খবর প্রকাশ্যে আনায় বিজেপি সরকারের হুঁশিয়ারি সংবাদমাধ্যমকে
FacebookWhatsAppEmailShare
‘এক রাতে নোটবন্দি-লকডাউন হলে, ধর্ষকদের ফাঁসি নয় কেন?’ প্রশ্ন দেব-শুভশ্রীর
FacebookWhatsAppEmailShare
জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের আগে অসন্তোষ বিজেপি শিবিরে? প্রার্থীতালিকা প্রত্যাহার
FacebookWhatsAppEmailShare