অস্ট্রেলিয়া সফরের দল ঘোষিত, ১৮ জনের দলে নেই মহম্মদ শামি
অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ১৮ জনের দল ঘোষণা করা হয়েছে। সেই দলে বাংলা থেকে জায়য়া পেয়েছেন অভিমন্যু ঈশ্বরণ এবং আকাশ দীপ। রিজ়ার্ভ হিসাবে রাখা হয়েছে মুকেশ কুমারকেও। তবে মহম্মদ শামির নাম দলে নেই। তাঁর পরিবর্তে সুযোগ পেলেন হর্ষিত রানা। রাখা হয়েছে নীতিশ কুমার রেড্ডিকেও। কয়েকদিন আগেই বাংলার পেসার নিজেকে সম্পূর্ণ ফিট ঘোষণা করেন। ভাবা হয়েছিল, অস্ট্রেলিয়া সফরেই আবার আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হবে সামির। তার আগে রঞ্জি ট্রফির ম্যাচ খেলে নিজেকে তৈরি করে নিতে চেয়েছিলেন। কিন্তু অস্ট্রেলিয়া সফরের দলে রাখা হল না তাঁকে।
গত ওয়ানডে বিশ্বকাপের সময় চোটে পড়েছিলেন শামি। এরপর এ বছরের শুরুতে অস্ত্রোপচার করিয়েছেন তিনি। চলতি বছর আইপিএলের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা হয়নি শামির। বর্ডার-গাভাস্কার ট্রফির আগেই তিনি পিরোপুরি সুস্থ হয়ে ওঠবেন এবং নিউজিল্যান্ড সিরিজ দিয়ে দলে ফিরবেন এমনটাই ধারণা করা হয়েছিল। তবে পুরোপুরি সুস্থ হয়ে নিউজিল্যান্ড সিরিজে খেলা হয়নি তাঁর। বোর্ড আলাদা করে উল্লেখ করেনি ক’টি টেস্টের দল ঘোষণা হয়েছে। ফলে পুরো সিরিজ়ের দলই ঘোষণা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তাই গোটা সিরিজ়েই পাওয়া যাবে না শামিকে।অস্ট্রেলিয়া সফরে পাঁচটি টেস্ট খেলবে ভারত। হবে যথাক্রমে পার্থ (২২-২৬ নভেম্বর), অ্যাডিলেড (দিন-রাতের, ৬-১০ ডিসেম্বর), ব্রিসবেন (১৪-১৮ ডিসেম্বর), মেলবোর্ন (২৬-৩০ ডিসেম্বর) এবং সিডনি (৩-৭ জানুয়ারি ২০২৫)।