‘সুবিচার নিশ্চিত করুন’, চিন্ময়কৃষ্ণের জামিন ইস্যুতে ফের বাংলাদেশকে বার্তা ভারতের
জানুয়ারি 4, 2025 < 1 min read
বাংলাদেশের জেলে বন্দি চিন্ময়কৃষ্ণ দাস। এখনও জামিন মেলেনি। এবার ভারতের বিদেশমন্ত্রক শুক্রবার একটা বিবৃতি জারি করল। সেখানে বলা হচ্ছে বাংলাদেশে চিন্ময়কৃষ্ণ দাস সহ যে হিন্দুদের গ্রেফতার করা হয়েছে তারা যেন স্বচ্ছ ন্যায় বিচার পান।সাংবাদিকদের সামনে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশে মুক্তি( চিন্ময় কৃষ্ণ দাসের) প্রসঙ্গে আমাদের প্রত্যাশা হল যা চলছে বাংলাদেশে যাদের গ্রেফতার করা হয়েছে তাঁরা যেন একটা ন্যায্য় বিচার পান। এটাই আমাদের মূল প্রত্যাশা। জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
হাসিনাকে বাংলাদেশের হাতে প্রত্যর্পণের প্রসঙ্গে তিনি বলেন, এক সপ্তাহ আগে আমি কনফার্ম করেছিলাম যে আমরা একটি বার্তা পেয়েছি বাংলাদেশের তরফে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে। তারপর এনিয়ে আমার আর কিছু যোগ করার নেই। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। আমরা তাঁর দ্রুত সুবিচারের দাবি জানাচ্ছি।বৃহস্পতিবারই বাংলাদেশ কোর্ট হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন নাকচ করে দিয়েছে। গত ৩০শে অক্টোবর তাঁকে গ্রেফতার করা হয়েছিল।
তাঁকে সহ আরও ১৮জনকে গ্রেফতার করা হয়েছিল বলে খবর। এদিকে দুদেশের মৎস্যজীবীদের মুক্তির প্রসঙ্গে তিনি বলেন, আগামী ৫ই জানুয়ারি এটা হবে। ওদের তরফ থেকে ৯৫জন মৎস্যজীবীকে ছাড়া হবে। আমাদের দিক থেকে ৯০( বাংলাদেশি) মৎস্যজীবীকে ছাড়া হবে। কয়েকদিন আগেই বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট সংবাদমাধ্যমে দাবি করে, চিন্ময় প্রভুর মুক্তি আটকাতে ৭০ জন হিন্দু সন্ন্যাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। যাতে কেউ তাঁর হয়ে আদালতে দাঁড়াতে না পারেন। এবার ফের একবার জামিন খারিজ হয়ে যাওয়ায় সুবিচার চাইল ভারতও।