মণিপুরের রাজ্যপালকে স্মারকলিপি জমা দিল টিম INDIA
গতকালই মণিপুরে পৌঁছেছেন ১৬টি বিরোধী দলের ২১ জন সাংসদ। আজ তাঁরা রাজ্যপালের সঙ্গে দেখা করেন। তারপর সাংবাদিকদের মাধ্যমে কেন্দ্রের উদ্দেশে INDIA বার্তা দেয়, ‘আমাদের অনাস্থা প্রস্তাব মেনে নিয়ে আলোচনায় বসুন প্রধানমন্ত্রী, পরিস্থিতি আরও খারাপ হচ্ছে এবং এটি জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক।’
উল্লেখ্য, গত ৩ মে থেকে জ্বলছে মণিপুর। মাঝে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও, পুরোপুরি স্বাভাবিক হয়নি অবস্থা। কয়েক হাজার জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া গেছে এখনও পর্যন্ত। সরানো হয়েছে চূড়াচাঁদপুর, মোরে, কাকচিং এবং কাংপোকপি জেলা থেকে অধিকাংশ মানুষকে। হিংসায় মৃতের সংখ্যা বেড়ে চলেছে, রেহাই পাচ্ছে না মহিলা ও শিশুরাও। এরই মধ্যে সম্প্রতি মণিপুরে তিন মহিলাকে নগ্ন করে রাস্তায় ঘোরানোর বিভীষিকাময় এক ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।