NEWSZNOW বাংলা

... ...

বাংলা ENGLISH

দেশ বিভাগে ফিরে যান

লাদাখে নয়া দুই চিনা প্রদেশের অংশ! ফের সংঘাতে ভারত-চিন?

জানুয়ারি 4, 2025 < 1 min read

ভারত-চিন সম্পর্কে আবারও টানাপোড়েন। এবার চিনের হোটান এলাকায় দুটি নতুন প্রদেশ তৈরি নিয়ে বিবাদ বাধল দুই দেশের। জানা গেছে, এই দুই প্রদেশের মধ্যে লাদাখের কিছু এলাকাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যার কড়া প্রতিবাদ জানিয়েছে ভারত। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, ‘আমাদের নজরে এসেছে চিন হোটান প্রদেশে নতুন ২ কাউন্টি তৈরি করার ঘোষণা করেছে। কিন্তু এই অঞ্চলগুলোর বেশ কিছুটা লাদাখের অংশ। চিনের এই দখলদারি আমরা কখনই মেনে নেব না।’

সম্প্রতি চিনে গিয়ে সেখানকার বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও কিছুদিন আগেই দাবি করেছিলেন অরুণাচলের যে এলাকায় চিনের আগ্রাসন হয়েছিল, সেখান থেকে সেনা সরিয়েছে চিন। অক্টোবরে রাশিয়ার কাজানে ব্রিকস সম্মেলনের মঞ্চে মোদির সঙ্গে বৈঠক হয় চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। দুই দেশের মধ্যে ২০১৯ সালের পর সম্পর্কে কিছুটা খোলা হাওয়া দেখা যায়। সম্প্রতি বিশেষ প্রতিনিধি দল নিয়ে চিনে গিয়ে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠক করে এসেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সেই বৈঠকেও বেশ কিছু দ্বিপাক্ষিক বিষয় নিয়ে ইতিবাচক আলোচনা হয়। তারপরই ফের নতুন দুই প্রদেশ (কাউন্টি) নির্মাণের সিদ্ধান্ত ঘিরে বিতর্ক ঘনিয়ে উঠল। রনধীর আগরওয়াল জানান, চিনের এই সিদ্ধান্তে ভারতের অবস্থানে কোনও বদল হবে না, লাদাখের ওই অংশ ভারতের ছিল ভারতেরই থাকবে। তবে কূটনৈতিক ভাবে ভারত এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে।

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

ভারতের সঙ্গে পরমাণু সহযোগিতা সহজতর করতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে রাজি আমেরিকা

FacebookWhatsAppEmailShare

HMPV ভাইরাস, রাজ্যে রাজ্যে হাসপাতালগুলিকে তৈরি থাকতে বলল প্রশাসন

FacebookWhatsAppEmailShare

১৮ বছরের নীচে ফেসবুক খুলতে গেলে বাবা-মা’র অনুমতি লাগবে! বড় পদক্ষেপ কেন্দ্রের

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...