দেশ বিভাগে ফিরে যান

বিশ্বে ভারতের প্রভাব কতটা? উত্তর দিলো পিউ সার্ভে

আগস্ট 30, 2023 | < 1 min read

ভারত কী ক্রমশই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। কতটা ভারতের প্রভাব বিশ্বে ও তার প্রধানমন্ত্রীকেই বা কতটা প্রভাবশালী। এই বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে পিউ সার্ভে, যার সর্বশেষ ফলাফল সম্প্রতি প্রকাশিত হয়েছে।

৬৮ শতাংশ ভারতীয় বিশ্বাস করেন যে বিশ্বে ভারতের প্রভাব বেড়েছে, তবে বিশ্বের অন্যান্য ১৯টি দেশে মাত্র ২৮ শতাংশ প্রাপ্তবয়স্করা তাই মনে করেন। ৭৯% ভারতীয় নরেন্দ্র মোদীর উপর বিশ্বাস রয়েছে সঠিক কাজ করার জন্য, অন্যদিকে বিশ্বের অন্য ১২টি দেশের মাত্র ৩৭ শতাংশ লোক এই কথা বিশ্বাস করেন। জি২০ সামিট হওয়ার ঠিক আগে এই সমীক্ষা প্রকাশ করেছে পিউ রিসার্চ সেন্টার।

সমীক্ষাটি ভারত ও ২৪ টি দেশের ৩০,৮৬১ প্রাপ্তবয়স্কদের উত্তরের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০ শতাংশ মানুষ মোদীর নাম জানেন না। লাতিন আমেরিকায়মোদীর প্রতি বিশেষ আস্থা নেই মানুষের। মূলত সমীক্ষা থেকে যেটা উঠে এসেছে যে ভারতের সম্পর্কে ভারতীয়রা যেরকম ইতিবাচক মানসিকতা রাখেন গোটা বিশ্ব অতটা রাখে না।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

‘এক দেশ, এক নির্বাচন’-এর পথে রয়েছে কী কী ‘কাঁটা’?
FacebookWhatsAppEmailShare
হ্যাক হল সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল
FacebookWhatsAppEmailShare
নভেম্বরেই আইপিএল নিলাম
FacebookWhatsAppEmailShare