দেশ বিভাগে ফিরে যান

সরকারকে চাপে ফেলতে প্রথম দিনেই বিক্ষোভ ইন্ডিয়া জোটের

জুন 24, 2024 | < 1 min read

সংসদের বাইরে সংবিধানের কপি হাতে আজ বিক্ষোভে শামিল হয় ‘ইন্ডিয়া’ জোট। সংসদ শুরুর প্রথম দিনেই ঝড় তুললেন বিরোধীরা।

বিক্ষোভ প্রতিবাদে ছিলেন কংগ্রেসের সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় সকলেই। সঙ্গী ছিলেন অন্যান্য বিরোধী দলের সাংসদরাও। তাদের দাবি, ”সংবিধানকে বাঁচানোর লড়াই করছি আমরা। নতুন সরকার একাধিক বিষয়ে ইতিমধ্যেই পক্ষপাতদুষ্ট আচরণ করছে। আর তা রুখতে আমরা প্রথম দিন থেকে সক্রিয়, প্রতিবাদ শুরু করেছি।”

উল্লেখ্য, এবার লোকসভায় বিরোধী দলনেতা হতে চলেছেন রাহুল গান্ধী। ফলে বিরোধীরা আগের চেয়ে আরও বেশি ‘দাপট’ নিয়ে সরকারের মোকাবিলা করবে বলেই মনে করা হচ্ছে। কংগ্রেস ১০০টি আসন, তৃণমূল ২৯টি, সমাজবাদী পার্টি ৪০টি আসন পেয়েছে। ইন্ডিয়া জোট সকলে মিলে ২৩৪। আর বিজেপি ২৪০! মাত্র ৬টি আসনের তফাত। ফলে এবার আর সবকিছু আর অত সহজে হবে না।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
বৈবাহিক ধর্ষণকে অপরাধের আওতায় আনার প্রয়োজন নেই, সুপ্রিম কোর্টে বলল নরেন্দ্র মোদির সরকার
FacebookWhatsAppEmailShare
নতুন দল গড়ে এবার রাজনীতির ময়দানে প্রশান্ত কিশোর
FacebookWhatsAppEmailShare